এই শিশুটি কোন রাজনীতির সাথে যুক্ত? তার মা কি করেছে? রিমান্ডে তারা???
যতই সাজগোজ করি না কেন, যতই ফিটফাট থাকি না কেন। সত্যের মোড়কে মিথ্যাকে ধবধবে সাদা ভাবি। নিজেকে নানান শ্রেণী, রকমের ধার্মিক সাধু জাহির করি। ঈশ্বরের নাম জপা কেই স্বর্গ পাওয়ার পুলসিরাত মনে করি বা নিয়মতান্ত্রিকতায় নিজেকে নানা রকমের শপথ-ওথে প্রতিষ্ঠিত করি। কালো কাপড় আর মোজা জড়িয়ে নিজেকে সতীসাধ্বী বুজুর্গি ভাবি না কেন, সাদা এপ্রোনে ধর্মের জগতে মাদার সাজি। সিজদার ঘষায় কপালে ঘা করে ফেলি বা ভগবানের তুষ্টির লক্ষ্যে পাঠা বলি দেই না কেন। মানুষ হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতার প্রশ্নকে উত্তরে পরিণত করতে পেরেছি??? আপনার ধর্ম কি পেরেছে জাগতিক মিথ্যে দূর করে ইনসাফ মিলিয়ে দিতে? আমি ধর্মকে দোষ দেই না। কারণ ধর্মের তো প্রাণ নেই। ধর্ম আমার দ্বারা ব্যবহৃত। অকারণে নিজের ধর্মের ধর্মকারীকে অন্যায় অপবাদকারীর এবাদত কি কবুল হয়? ভগবান কি আপনার প্রতি সহায় হবেন? ধর্ম কি আপনার মুখোশ? অধর্মচারীর থেকেও যে ধার্মিক মুখোশবাজরা অধম। তবে সত্য ধার্মিকরা সত্যজিৎ হয়।
No comments:
Post a Comment