Sunday, January 1, 2017

প্রার্থনা

অভ্রান্ত যেন আমার হয়
অনিমেষ যেন আমার রয়
অসম হোক আমার ঈর্ষা
অতল হোক আমার বিত্রিশা।

শীতল হোক আমার দু চক্ষু
গন্তব্য হোক সঠিক লক্ষ্য
বিনয়ী যাতনা গভীরে থাকুক
নতুন দিনে সবাই সুখে থাকুক

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...