অনেক ভুল ছিল, পিছুটান এখনও ছাড়েনি।
দৈন্যদশা এখনও বর্তমান।
নিমগ্ন হতাশায়।
জরাজীর্ণ কিংবা বিভাজিত হৃদয়।
তারপরও স্বপ্ন দেখবো,
আমাকে দেখতেই হবে।
আমাকে চলতেই হবে।
নতুন দিনে, নতুন প্রত্যাশায় হোক নতুন করে পথ চলা।
তারপরও স্বপ্ন দেখবো,
আমাকে দেখতেই হবে।
আমাকে চলতেই হবে।
নতুন দিনে, নতুন প্রত্যাশায় হোক নতুন করে পথ চলা।
No comments:
Post a Comment