Sunday, January 1, 2017

পথ চলা

অনেক ভুল ছিল, পিছুটান এখনও ছাড়েনি।
দৈন্যদশা এখনও বর্তমান।
নিমগ্ন হতাশায়।
জরাজীর্ণ কিংবা বিভাজিত হৃদয়।
তারপরও স্বপ্ন দেখবো,
আমাকে দেখতেই হবে।
আমাকে চলতেই হবে।
নতুন দিনে, নতুন প্রত্যাশায় হোক নতুন করে পথ চলা।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...