Friday, May 1, 2020

প্রকারান্তরঃ ১

জীবনটা একেকজনের কাছে একেক রকম।
কারো কাছে পালবিহীন নৌকার মত, ঢেউয়ে ঢেউয়ে ভেসে যায় অবিরাম। কারো জীবন নদীর ঢেউয়ের মত উথাল-পাথাল, স্বস্তিবিহীন। কারো জীবন আবার আছড়ে পড়া সেই ঢেউয়ের আঘাতে কর্দমাক্ত, কঠোর শ্রমে রক্ত ঘামে পরিণত হয়। কারোবা মাঝ নদীর টলমলে পানির মত স্বচ্ছ, প্রাণ কিংবা নিষ্প্রাণ যেখানে সমান। কারো জীবন জোয়ার-ভাটার মত সময়ে অসময়ে পাল্টায়, দৃশ্যপট বদলায় খুব দ্রুত। তাই সহজভাবেই বলি, জীবনটা শুধু নদীর মতন।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...