জীবনটা একেকজনের কাছে একেক রকম।
কারো কাছে পালবিহীন নৌকার মত, ঢেউয়ে ঢেউয়ে ভেসে যায় অবিরাম। কারো জীবন নদীর ঢেউয়ের মত উথাল-পাথাল, স্বস্তিবিহীন। কারো জীবন আবার আছড়ে পড়া সেই ঢেউয়ের আঘাতে কর্দমাক্ত, কঠোর শ্রমে রক্ত ঘামে পরিণত হয়। কারোবা মাঝ নদীর টলমলে পানির মত স্বচ্ছ, প্রাণ কিংবা নিষ্প্রাণ যেখানে সমান। কারো জীবন জোয়ার-ভাটার মত সময়ে অসময়ে পাল্টায়, দৃশ্যপট বদলায় খুব দ্রুত। তাই সহজভাবেই বলি, জীবনটা শুধু নদীর মতন।
কারো কাছে পালবিহীন নৌকার মত, ঢেউয়ে ঢেউয়ে ভেসে যায় অবিরাম। কারো জীবন নদীর ঢেউয়ের মত উথাল-পাথাল, স্বস্তিবিহীন। কারো জীবন আবার আছড়ে পড়া সেই ঢেউয়ের আঘাতে কর্দমাক্ত, কঠোর শ্রমে রক্ত ঘামে পরিণত হয়। কারোবা মাঝ নদীর টলমলে পানির মত স্বচ্ছ, প্রাণ কিংবা নিষ্প্রাণ যেখানে সমান। কারো জীবন জোয়ার-ভাটার মত সময়ে অসময়ে পাল্টায়, দৃশ্যপট বদলায় খুব দ্রুত। তাই সহজভাবেই বলি, জীবনটা শুধু নদীর মতন।
No comments:
Post a Comment