সম্প্রতি ইসলামী ব্যাংক Vs সরকারী আমলাতান্ত্রিক জটলা নিয়ে প্রচুর কথা হচ্ছে। কিছু ঘটনার পেছনে চরম সত্য লুকিয়ে থাকে, যা কেউ জানতে আসে না। আর জানলেও তা বলা আমাদের জন্য দুষ্কর শুধুমাত্র সাদা পোশাকের গুপ্ত বাহিনী বা তথ্য-প্রযুক্তির ৫৭ নং ধারার কারণে। তবে আইনের প্রতি সম্মান রেখেই লিখে গেলাম।
মিসরের মিটগামার ব্যাংক ছিলো বিশ্বের প্রথম সুদমুক্ত ব্যাংক। ১৯৭৪ সালে মাওলানা মুহাম্মদ আবদুর রহীম সাহেব "ইসলামী অর্থনীতি গবেষণা ব্যুরো" প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে আরব আমিরাতে বাংলাদেশী রাষ্ট্রদূত "মোহাম্মদ মহসিন" বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি পাঠান, যে বাংলাদেশে একটা সুদমুক্ত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা যায় কিনা। তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর বিষয়টি আমলে নিয়ে একজন প্রতিনিধি পাঠান মিসরে, বিভিন্ন ব্যাংক পরিদর্শনের জন্য যেগুলো শরীয়াহ মোতাবেক পরিচালিত হয়। পরবর্তীতে OIC ভুক্ত দেশগুলো ইসলামী ব্যাংকিং ওপর এক সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর যোগ দেয়। তার আগ্রহ দেখে "ইসলামী উন্নয়ন ব্যাংক" কিছু প্রস্তাবনা তুলে ধরে বাংলাদেশে তার প্রতিনিধি পাঠায়। ১৯৮৩ সালে মাওলানা মুহাম্মদ আবদুর রহীমকে সাথে রেখে IDB বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে।
এই হচ্ছে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস। যেখানে জামায়াত-শিবির, মওদুদীবাদ কিছুই ছিলো না। শুধুমাত্র সুদমুক্ত ইসলামী ব্যাংক গড়ার ইচ্ছা থেকেই এর শুরুটা হয়। ২০১৬ সালের আগ পর্যন্ত ব্যাংকটিতে কোন সরকারই হস্তক্ষেপ করেনি। তবে পরিচালনা পর্ষদ থেকে দেদারছে সবাই অব্যহতি নেয়াটা দৃশ্যত বেমানান। হঠাৎ করে সবাই-ই এতই অযোগ্য হয়ে গেলো ব্যাংক পরিচালনার জন্য? নাকি অদৃশ্যের হাত আছে? (শকুনের থাবা তো অবশ্যই আছে)
যারা এখন নিয়োগ পেয়েছে তারা অনেকটা উড়ে এসে জুড়ে বসার মত। কারোই যোগ্যতাসূচক শেয়ার ক্র্য় করা নেই, শেয়ার মার্কেটে ধসে এদের কারো কারো কালো তিলক এখনো মুছে যায় নি ইত্যাদি ইত্যাদি (রাজনৈতিকভাবেও এরা হোমরাচোমরা, পুটুতে সীলমারা রয়েছে)
ব্যাপার হচ্ছে কিছু গড়তে হলে কষ্ট করতে হয়, মেধা-পরিশ্রম লাগে।ভাঙার জন্য এসব রাজনৈতিক কাক গুলোই যথেষ্ট। উইকিপিডিয়া ঘেটে জানলাম সবাই ছিলেন qualified (আগের পর্ষদের)। এখনকার গুলোকে নিয়ে কিছু বলার নেই (মনে মনেই থাকুক)।
আর একটা কথা, ইসলামী ব্যাংকে চাকুরী পেতে হলে ইসলামী ইতিহাসই জানতে হবে ( রামায়ণের শ্লোক জানলে কিংবা চেতনাবাদীকে কেউ লিখিত পরীক্ষায় ধুচে না) । আর ইসলামী দলের আন্ডাবাচ্চারা জব পেয়ে যায় কারণ যতই গালিগালাজ আর চেতনা নিয়ে ভ্যা ভ্যা করেন, ছেলেগুলো পড়াশুনা করে ঐ পর্যন্ত যায়।
আরও বলতে চাইছিলাম। আজ আর না। থাক।।।
No comments:
Post a Comment