Saturday, January 7, 2017

ভালো থেকো

জানোই হয়ত স্বর্গীয় সুখ আর নরকের নারকীয়তা ভেতরটা স্পর্শ করে না। স্বর্গলোক থেকে স্বপ্ন দেখাতে ঘুমের মধ্যে এসো না। দিন শেষ শুধু কোলাহলমুক্ত থাকাটাই আমার কাছে স্বর্গ। আর আরেক স্বর্গের দুনিয়া "মা"। হয়ত তাঁর ভালবাসায় এই পাপী বেঁচে আছে। আকাশ ছুঁতে চাই এই ভালোবাসার প্রতি সম্মান জানাতে।
আর কখনও সামনে এসো না, স্বপ্নেও না; ধর্মীয় চাদর আচ্ছাদিত হয়ে। তোমার সৃষ্টিকর্তার কাছে আমার কিছু চাওয়ার নেই। যেই দুনিয়ায় থাকো, ভালো থেকো।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...