Sunday, January 15, 2017

হয়ত কেউ

ক্রোশ ক্রোশ পথ পেরিয়ে তোমার সীমানায় হামাগুড়ি; অস্পষ্ট, ঘোলা চোখ, কিন্তু ভেতরে একটু আশা যদি দেখা পাই তোমার!!!
বিধৃত মেঘ আমায় চলে যেতে বলে! বাতাসেরা ধুলোর ঝাপটা দিয়ে যায়!!!!
চোখ মুছতে মুছতে ঠাঁয় দাঁড়িয়ে আমি!!!
হঠাৎ মুঠোফোনে তোমার কড়া নেড়ে দেখে অবাক, তবে তুমি অম্লান..........
কারণ এমুখ হয়ত আর দেখতে চাও না!!!
ভাবছো হয়ত সেই রক্তিম চক্ষু নিয়ে বিভীষিকাসন এক আমি!!!!
কিন্তু কখনই ভাবতে স্ফার হইনি তোমার...... ছিলাম "হয়ত কেউ আমিও একজন"!!!!!
হয়ত কেউ!!!!

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...