অনার্য-আর্য ছিল আমাদের আদিপুরুষ। কালের বিবর্তনের আর্যদেরকে বিচ্ছিন্ন করে ভারতবর্ষে জায়গা করে নেয় বিদেশী বণিকরা। স্থানীয় মানুষের সাথে লেনদেন, বসতবাড়ি, বিবাহ-বন্ধনে জড়িয়ে যায় কিছু বণিকরা। ভালোবেসে ফেলে এ দেশকে। যদিও দেয়ার নাম করে নিয়েই গেছে বিদেশীরা (এখনও নিচ্ছে)। দিয়ে গেছে কিছু শব্দ, যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। আরও দিয়ে গেছে কিছু ভালো-মন্দ গুণ।
আমরা বাঙ্গালীরা Unique জাতি হওয়ার পেছনে সকল জাতির অবদান আছে। সবার থেকে একটু একটু করে পেয়েছি আমরা 😂।
★***★
কিছু মানুষ খুবই কর্মঠ; জাপানিজদের মত।
কিছু মানুষ আত্মবিশ্বাসী; ফরাসি, তুর্কী বা রোমদের মত।
কিছু মানুষ সত্যবাদী; আফগানীদের মত।
কিছু মানুষ খুবি কৌশলী; বৃটিশদের মত।
কিছু মানুষ অনেকগুলো কাজে পারদর্শী; চাইনিজদের মত। (সাইন্সের টিচাররা 😂)
কিছু মানুষ খুব সুন্দর; রোমানিয়ানদের মত।
কিছু মানুষ সামাজিক; প্যারিসবাসীর মত।
কিছু মানুষ ধুরন্ধর বা ইতর স্বভাবের; ইন্ডিয়ানদের মত।
কিছু মানুষ রগচটা; পাকিস্তানিদের মত।
কিছু মানুষ অল্পতেই বিবাদে জড়ায়; আফ্রিকানদের মত।
কিছু মানুষ কৃতঘ্ন; বৃটিশদের মত (শুধুমাত্র লর্ড ক্লাইভের বংশধররাই, সিরাজউদ্দৌলাকে হত্যাকারী)
★***★
তবে আঞ্চলিকতা নিয়ে লিখেও লিখলাম না। কারণ এসব নিয়ে কথা বললেই কথা বাড়ে, সম্পর্ক নষ্ট হয়। যাই হোক। সার্বিকভাবেই বলে গেলাম কথাগুলো।
No comments:
Post a Comment