Monday, July 1, 2019

বিবিএ এর ইন্টার্নশীপ নিয়ে কিছু অভিজ্ঞতা বিনিময় ও প্রশ্ন-উত্তরঃ ১ম পর্ব

ইন্টার্নশীপ একটি শিক্ষনবীশ পর্ব, যা পড়াশুনার একটি অংশ। কখনও অভিজ্ঞতা অর্জনের জন্য একজন গ্রাজুয়েট অবৈতনিক শিক্ষানবীশে অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করে।

কখন ইন্টার্নশীপ করতে হয়?
ফাইনাল ইয়ার অথবা শেষ সেমিষ্টারে ইন্টার্নশীপ করতে হয়।

কীভাবে শুরু করতে হবে?
১/ প্রথমত, যেখানে ইন্টার্নশীপ করতে ইচ্ছুক সেখানে যোগাযোগ করতে হবে।
কখনও ইন্টার্নশীপের আবেদন করতে শিক্ষার্থীকে একটি C.V. জমা দিতে হয়। কিছু ব্যাংক অনলাইনে আবেদন গ্রহণ করে। C.V. দেখে তারা মৌখিক বা লিখিত অনুমতি দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে।
২/ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত ব্যাংক বা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর একটি Forwarding Letter লিখবে। প্রাপ্ত Letter টি ও প্রয়োজনীয় সংযুক্তি যেমন, SSC ও HSC পরীক্ষার Academic Transcript এর ফটোকপি সত্যায়িত, SSC ও HSC পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত ও বিবিএ এর মার্কশীট ও ২-৫ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ব্যাংক বা উক্ত প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এক্ষেত্রে ব্যাংক বা প্রতিষ্ঠানটি যে সকল কাগজ জমা দিতে বলবে শুধুমাত্র সেগুলোই জমা দিতে হবে।
৩/ সবকিছু জমা দেয়ার পরে ব্যাংক বা উক্ত প্রতিষ্ঠানই জানিয়ে দেবে কবে থেকে ইন্টার্নশীপ শুরু হবে।
(অবৈতনিক শিক্ষানবীশে যথেষ্ট শিথিলতা থাকে যা বৈতনিক শিক্ষানবীশে থাকে না, তবে কিছু ব্যাংক ও প্রতিষ্ঠান বাদে সব ব্যাংকই অবৈতনিক)

কিছু সাধারণ প্রশ্নঃ
১/ পূর্বের কিছু সেমিষ্টারে ফেল আছে। তাহলে কি ইন্টার্নশীপ করতে হবে?
= হ্যাঁ, কারণ এটি ৮ম সেমিষ্টার বা শেষ সেমিষ্টারের একটি অংশ। ইন্টার্নশীপের Project paper ৫ই সেপ্টেম্বর এর মধ্যেই দিতে হবে। ভাইভাতে Project paper সম্পর্কে প্রশ্ন করা হবে। তাই অবশ্যই ইন্টার্নশীপ জরুরী।

২/ কোন ব্যাংক বা প্রতিষ্ঠানে আবেদন করা যাবে?
= যে কোন ব্যাংকেই আবেদন করা যাবে। তবে স্বশরীরে খোঁজ নিতে হবে বা ওয়েবসাইটে ঢুঁ মেরে জেনে আসতে হবে। এছাড়া ইন্টার্নশীপ করার জন্য National Bank, Al-Arafah Islami Bank, Duch-Bangla Bank কিছুটা শিক্ষার্থীবান্ধব। তবে কিছু ব্যাংকে খুব কড়াকড়ি লক্ষ্ণীয়। বিশেষ করে যেসকল ব্যাংকে অনলাইনে আবেদন করতে হয়।

৩/ কোথাও ইন্টার্নশীপ খালি না থাকলে?
= এক্ষেত্রে কেউই বসে থাকে না। সবারই কোথাও না কোথাও ব্যবস্থা হয়ে যায়। তারপরও যদি কেউ ইন্টার্নশীপে চান্স না পায় তাহলে ভার্সিটির হেড অফ ডিপার্টমেন্ট এর সাথে অতিস্বত্ত্বর যোগাযোগ করতে হবে।

৪/ সময়সীমা?
= কোথাওই ২ মাস এর বেশি নয়।

৫/ ইন্টার্নশীপ করেই কি চাকুরী পাওয়া যায়?
= এটার অনেকগুলো উত্তর হতে পারে। তবে সাধারণত, ইন্টার্নশীপ করে কোথাও চাকুরী পাওয়া যায় না।

৬/ ইন্টার্নশীপ করে কি শেখা যায়?
= যদি কেউ ব্যাংকে ইন্টার্নশীপ করে তাহলে সেখানে কাজ শেখার অনেক জায়গা আছে।
এছাড়া Project paper তৈরীর সময় Bank এ ইন্টার্নশীপ করলে এটি তৈরী করতে সহজতর হয়। অধিকন্তু, মানসিক অনেক উন্নতি সাধিত হয়।

৭/ ইন্টার্নশীপ না করে কি Project paper বানানো যায় না?
= There is no shortcut to success :) . ভালো কিছু করতে হলে ইন্টার্নশীপ লাগবেই।

আগামীকাল থেকে Islami Bank Training & Research Academy তে থিউরিক্যাল ক্লাস দিয়ে আমার ইন্টার্নশীপের যাত্রা শুরু। যদি সম্ভব হয় Project paper and Experience sharing দিয়ে আরেকটি লেখা সবার উদ্দেশ্য লিখবো। দোয়া ও ভালোবাসা থাকলো। আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...