Monday, March 4, 2019

পিপাসার্ত

নিমগ্ন আকাশ আমায় ডাকছে
এ যেন বিশলতার মাঝে হারিয়ে যাওয়া।
চোখ বুঝে সুখের কল্পনা
কিছু একটা পেয়েও যেন না পাওয়া।
বৃষ্টির মাঝে ভিজে যায়, আমার পুরোদিন,
একা সেই নগরে, নিঃশ্বাস বড় কঠিন।

আধোঘুমে স্বপ্নের ছবি ক্যানভাসে আঁকি
অবহেলায় বেড়ে ওঠা অহেতুক এক গোলাপ।
তিন রঙ্গের সমাহারে ছবির পাতা ভারী
পরিপূর্ণ সবখানে তবুও হায় প্রলাপ।
ঝড়ের মাঝে ভেঙ্গে যায়, মোমের সে দেয়াল,
বিনয়ী মন কেঁপে ভীত, হঠাৎ বে-খেয়াল।

পিপাসার্ত আহত হৃদে একটু শান্তি খোঁজে
জগত জুড়ে হারিয়ে যাওয়ার ইচ্ছেশক্তি বাড়ে
দমকা হাওয়ায় শীতল দেহে "আমি" মুক্তি পায়
আকাশের মাঝে বিলীন হতে প্রস্তুতি সাড়ে।
বিদীর্ণ সেই কালো থাবায়, "আমি"র আত্মাহুতি,
শতেক চাওয়া মৃত্যুকূপে, ঘটলো যে ইতি।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...