Wednesday, December 28, 2016

আমার আমি

সরল সত্যের সাধক হতে চাই; কখনো কোন দুর্বোধ্য সত্যের মুখোমুখি হতে চাই না।
স্বাভাবিক অভিমান মেনে নিতে রাজি; নারাজ শুধু রঙ্গ মঞ্চের অহেতুক অভিনয় দেখতে।
নিয়নের আলো আমার প্রিয়, তবে বজ্রপাতের বিজলীতে আমি বিচলিত নই।
আমি ক্ষীণ আলোতেও স্বপ্ন দেখি; রাতকে পেছনে ফেলে।
আমি নির্ঘাত মৃত্যুতে সপে দিতে রাজি; ক্ষয়ে ক্ষয়ে মরার চেয়ে।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...