সরল সত্যের সাধক হতে চাই; কখনো কোন দুর্বোধ্য সত্যের মুখোমুখি হতে চাই না।
স্বাভাবিক অভিমান মেনে নিতে রাজি; নারাজ শুধু রঙ্গ মঞ্চের অহেতুক অভিনয় দেখতে।
নিয়নের আলো আমার প্রিয়, তবে বজ্রপাতের বিজলীতে আমি বিচলিত নই।
আমি ক্ষীণ আলোতেও স্বপ্ন দেখি; রাতকে পেছনে ফেলে।
আমি নির্ঘাত মৃত্যুতে সপে দিতে রাজি; ক্ষয়ে ক্ষয়ে মরার চেয়ে।
স্বাভাবিক অভিমান মেনে নিতে রাজি; নারাজ শুধু রঙ্গ মঞ্চের অহেতুক অভিনয় দেখতে।
নিয়নের আলো আমার প্রিয়, তবে বজ্রপাতের বিজলীতে আমি বিচলিত নই।
আমি ক্ষীণ আলোতেও স্বপ্ন দেখি; রাতকে পেছনে ফেলে।
আমি নির্ঘাত মৃত্যুতে সপে দিতে রাজি; ক্ষয়ে ক্ষয়ে মরার চেয়ে।
No comments:
Post a Comment