Friday, December 9, 2016

শত ক্রোড়

শত ক্রোড় পেরিয়ে এসেছো এথায়,
সভ্যতা রচিলে পাতায় পাতায়।
ঘুমিয়ে যাওয়া গানের পাখি জাগিলো যখন
অনেকবিধ কথাকলি ফুটিলো তখন।
ছন্দিত সুখ মোর চারিপাশে বাজে
লিখিত কাব্যে মোদের সাহিত্য সাজে।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...