শত ক্রোড় পেরিয়ে এসেছো এথায়,
সভ্যতা রচিলে পাতায় পাতায়।
ঘুমিয়ে যাওয়া গানের পাখি জাগিলো যখন
অনেকবিধ কথাকলি ফুটিলো তখন।
ছন্দিত সুখ মোর চারিপাশে বাজে
লিখিত কাব্যে মোদের সাহিত্য সাজে।
সভ্যতা রচিলে পাতায় পাতায়।
ঘুমিয়ে যাওয়া গানের পাখি জাগিলো যখন
অনেকবিধ কথাকলি ফুটিলো তখন।
ছন্দিত সুখ মোর চারিপাশে বাজে
লিখিত কাব্যে মোদের সাহিত্য সাজে।
No comments:
Post a Comment