Monday, December 5, 2016

অবিনাশী

স্বার্থপর এ পৃথিবী আমায় শিখিয়েছে যুদ্ধ,
স্বার্থপর মানুষগুলো যান্ত্রিকতায় আবদ্ধ।
সুখের পায়রা গুলো নিলামে উঠেছেই কবে,
ভুলেও আমি ভাবতে পারি না তুমি দূরে রবে!!!
মেঘের মাঝে করবো বসত আমার!
অবিনাশী অক্ষত আমি একলা ক্লান্ত এক পথিক এবার!!!!

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...