Friday, December 9, 2016

অন্ধকারে মাখি

অবাক কিছু আচরণ চেয়ে শুধু দেখি,
কল্পলোকে ভাসতে গিয়ে অন্ধকারে মাখি!!!
নোনা জলের অশ্রু আমার আসলেই কি মেকি?!
সত্য কথা শুনে পরে কিছু হয়ত শিখি!
আমায় নিয়ে কাব্যটুকু আমি নিজেই লিখি!
এসব পরে হাসে সবাই; আর ভেজে আমার আখিঁ!!!!!

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...