অবাক কিছু আচরণ চেয়ে শুধু দেখি,
কল্পলোকে ভাসতে গিয়ে অন্ধকারে মাখি!!!
নোনা জলের অশ্রু আমার আসলেই কি মেকি?!
সত্য কথা শুনে পরে কিছু হয়ত শিখি!
আমায় নিয়ে কাব্যটুকু আমি নিজেই লিখি!
এসব পরে হাসে সবাই; আর ভেজে আমার আখিঁ!!!!!
কল্পলোকে ভাসতে গিয়ে অন্ধকারে মাখি!!!
নোনা জলের অশ্রু আমার আসলেই কি মেকি?!
সত্য কথা শুনে পরে কিছু হয়ত শিখি!
আমায় নিয়ে কাব্যটুকু আমি নিজেই লিখি!
এসব পরে হাসে সবাই; আর ভেজে আমার আখিঁ!!!!!
No comments:
Post a Comment