Thursday, February 9, 2017

হয়ত কেউ আমিও একজন

কোন রঙহীন মহলের সমাবর্তন
অদেখা যেন সমীচীন আলোর কুণ্ডুলি
আমি শেষার্ধ বিশ্বাসের মিছিলে কোন ভ্রান্ত পথিক।
যে শুধু স্বপ্নই দেখে, রঙ্গমহল গড়তে চায়।
সবাই আমোদিত সেই মহলে, আমার গড়া মঞ্চে কেউ মলিনবিধুর নয়।
সবাই সুখ্যাতির আলোতে পরিবৃত্ত।
আমি নেই সেখানে, আমার কেউ নেই সেখানে।
সবার অমলিন হাসিতে রয়েছি আমি।
আমি সেখানেই বাঁচি।
এর নামই "হয়ত কেউ আমিও একজন।"

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...