কোন রঙহীন মহলের সমাবর্তন
অদেখা যেন সমীচীন আলোর কুণ্ডুলি
আমি শেষার্ধ বিশ্বাসের মিছিলে কোন ভ্রান্ত পথিক।
যে শুধু স্বপ্নই দেখে, রঙ্গমহল গড়তে চায়।
সবাই আমোদিত সেই মহলে, আমার গড়া মঞ্চে কেউ মলিনবিধুর নয়।
সবাই সুখ্যাতির আলোতে পরিবৃত্ত।
আমি নেই সেখানে, আমার কেউ নেই সেখানে।
সবার অমলিন হাসিতে রয়েছি আমি।
আমি সেখানেই বাঁচি।
এর নামই "হয়ত কেউ আমিও একজন।"
অদেখা যেন সমীচীন আলোর কুণ্ডুলি
আমি শেষার্ধ বিশ্বাসের মিছিলে কোন ভ্রান্ত পথিক।
যে শুধু স্বপ্নই দেখে, রঙ্গমহল গড়তে চায়।
সবাই আমোদিত সেই মহলে, আমার গড়া মঞ্চে কেউ মলিনবিধুর নয়।
সবাই সুখ্যাতির আলোতে পরিবৃত্ত।
আমি নেই সেখানে, আমার কেউ নেই সেখানে।
সবার অমলিন হাসিতে রয়েছি আমি।
আমি সেখানেই বাঁচি।
এর নামই "হয়ত কেউ আমিও একজন।"
No comments:
Post a Comment