Wednesday, February 15, 2017

বঞ্চিলো মোরে ক্ষণ্

শেকলে বাঁধা আমার কথা,
বঞ্চিলো মোরে ক্ষণ্
রক্তেমাখা চাদরে চেপে
প্রস্তুত আমার মন্।।
যুদ্ধ তুমি হৃদে বাজো
বর্মে নিয়ে আমায় সাজো
স্বজাত্য মুক্তিতে,
আমায় তাড়ায় আজো।।
ধুলো ঝেড়ে শান তলোয়ার
বাঁধিয়ে কোমরে শক্তে,
অশ্বখুর ধুলোয় কাঁপুক ভয়ে
শত্রুঘ্ন হোক নিরক্তে।।।
- ‪#‎আসিফ_শেহজাদ‬
(১১/০৭/২০১৬) রাত ১.১৩ মিনিট

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...