নিজেকে অগোছালো করে দেয়ার আত্মঘাতী শক্তির উত্থান যখন তখনই জাগে...
চোখ বন্ধ রাখি কিছুক্ষণ, দীর্ঘ নিঃশ্বাস নেই
সুউচ্চ মিনার থেকে দূরে তাকাই।
আক্ষেপের তৃষ্ণা জাগছে না এখনও,
হঠাৎই ঘুর্ণি বাতাস এলোমেলো করে দেয় আচঁড়ানো চুলের ভঙ্গি।
অদৃশ্য হয়েও উদ্দামতা জাগায়!
বাতাস; তুমি প্রাণ। নিঃশ্বাসের গন্ধ তোমার কাছ থেকেই পাই!!!
চোখ বন্ধ রাখি কিছুক্ষণ, দীর্ঘ নিঃশ্বাস নেই
সুউচ্চ মিনার থেকে দূরে তাকাই।
আক্ষেপের তৃষ্ণা জাগছে না এখনও,
হঠাৎই ঘুর্ণি বাতাস এলোমেলো করে দেয় আচঁড়ানো চুলের ভঙ্গি।
অদৃশ্য হয়েও উদ্দামতা জাগায়!
বাতাস; তুমি প্রাণ। নিঃশ্বাসের গন্ধ তোমার কাছ থেকেই পাই!!!
No comments:
Post a Comment