Friday, February 10, 2017

অনেক সাধ

একটি জীবনের অনেক সাধ
তবে,
দশকগুলো দ্রুতই এগিয়ে যায়।
শতেক অনুরোধ ক্ষয়ে যায় শেষবারে,
সহস্র আন্তরিকতা ম্লান হয় উপসংহারে,
অযুতে গিয়ে কাউকে খুঁজে ফেরা,
লাখো স্বপ্নংকুর ধ্বংস হয় তোমার কারণে,
নিযুতে থমকে দাঁড়ায় "স্ব" নিঃশ্বাস!
কোটিকল্পে বেঁচে থাকে শুধু আফসোস আর স্মৃতিরা!

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...