একটি জীবনের অনেক সাধ
তবে,
দশকগুলো দ্রুতই এগিয়ে যায়।
শতেক অনুরোধ ক্ষয়ে যায় শেষবারে,
সহস্র আন্তরিকতা ম্লান হয় উপসংহারে,
অযুতে গিয়ে কাউকে খুঁজে ফেরা,
লাখো স্বপ্নংকুর ধ্বংস হয় তোমার কারণে,
নিযুতে থমকে দাঁড়ায় "স্ব" নিঃশ্বাস!
কোটিকল্পে বেঁচে থাকে শুধু আফসোস আর স্মৃতিরা!
তবে,
দশকগুলো দ্রুতই এগিয়ে যায়।
শতেক অনুরোধ ক্ষয়ে যায় শেষবারে,
সহস্র আন্তরিকতা ম্লান হয় উপসংহারে,
অযুতে গিয়ে কাউকে খুঁজে ফেরা,
লাখো স্বপ্নংকুর ধ্বংস হয় তোমার কারণে,
নিযুতে থমকে দাঁড়ায় "স্ব" নিঃশ্বাস!
কোটিকল্পে বেঁচে থাকে শুধু আফসোস আর স্মৃতিরা!
No comments:
Post a Comment