Thursday, February 23, 2017

বিমুঢ়তা

ভুল জানালায় হাত বাড়িয়ে,
যায় না ছোঁয়া চাঁদটাকে।
চেনার ভুলে বিশেষ বিভ্রাট,
কেন চলি অসম বাঁকে।

মোহের শেকল দেখতে হলো,
মরে যাবো তোমায় ছাড়া।
তুমি আমার সব কিছু,
অভিনীত তোমার দ্বারা।

পেছনের মানুষ এলো ফিরে,
কিংবা ব্যস্ত আছো কোন কাজে।
বর্ণহীন ছিলে আগে,
সেজেছো এখন নতুন সাজে।

সেকেলের আমি এখনো ধাঁধায়,
তুমি সত্য নাকি অভিনেয় কাব্যের সংকলন।
অনেক রুপান্তরের প্রতিমূর্তি যে,
নাকি সমগ্র ভালোবাসার সম্মেলন?

বিমূঢ় আমি বিভ্রান্ত পথিক,
হয়ত অনেক কিছু দেখার বাকী,
শেষদৃশ্যের অপঘাতী আক্ষেপ,
যেন গায়ে না মাখি।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...