Wednesday, February 8, 2017

মিথ্যারসে তুষ্টি

ছিঁড়ে তোমার ধার্ত যখন শাহবাগে পিপার মারে,
মানবতার ইভেন্ট খুঁলে চিল্লাও আরো জোরে।
টানা-হেঁচড়া আর রঙ্গীন জলে কষ্ট তোমার খুব
ধর্ম যাজককে কঠিন চাবুকে থাকো কেন নিশ্চুপ?
চৌদ্দ শিকের অন্তরালে মরে জীবন ম্লান
পৌঁছায় না কারো কর্ণকুহরে বাঁচিবার আহবান।
নিজ দেশেও পরবাসি, সামাজিক অত্যাচার,
চলে প্রহসন বরারবই, চলে অবিচার।
সত্য জানিতে ঢুঁ দেই যখন পত্রিকার-ই পাতায়।
মিথ্যারসে তুষ্টি রচে জাগতিক মিথ্যের মেলায়।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...