বিমুগ্ধ রঙ্গের অনুভূতি আমি হারিয়েছি,
বিপণী হয়ে চলে গেছে অনেক দূরে।
বিবিধ হয়ে যতটুকুই আছে,
বিদগ্ধ তারা মহাসুরে।
বিমুখী হই জীবনঘন শত প্রশ্নে,
বিপথগামী মিথ্যের পায়চারি চলছে বলে।
বিমোহীত আমি তোমার ছলনায়,
বিরোহী আমি তোমার অট্টরোলে।
বিনাশী নই তবুও আমি,
বিবাগী আমি তোমার রুপের আলোতে।
বিনম্র আমি তোমার কাঁজল আঁখিতে,
বিংসাদী তোমার চুলের দোলাতে।
বিলীয়মান এসব শুধুই মোর কল্পে,
বিনশ্বর সবই আমারই ভেতর।
বিচলিত শুধু অনাকাঙ্ক্ষিত একাকী বলে,
বিক্ষিপ্ত আলোর নিঃসঙ্কোচে ক্ষরণ.....।।।
No comments:
Post a Comment