Saturday, February 25, 2017

আমি অধঃ

আমি অধঃসুখে উচ্ছলিত,
আমি অধঃনেশায় উন্মেষিত।
আমি অধঃজ্বালায় গ্রাস,
আমি অধঃনিঃশ্বাসে ধুপের তাস।
আমি অধঃক্রমে চলি,
আমি অধঃনিয়মের বলি।
আমি অধঃপাতে খন্ডিত,
আমি অধঃদন্ডে দণ্ডিত।

Thursday, February 23, 2017

বিমুঢ়তা

ভুল জানালায় হাত বাড়িয়ে,
যায় না ছোঁয়া চাঁদটাকে।
চেনার ভুলে বিশেষ বিভ্রাট,
কেন চলি অসম বাঁকে।

মোহের শেকল দেখতে হলো,
মরে যাবো তোমায় ছাড়া।
তুমি আমার সব কিছু,
অভিনীত তোমার দ্বারা।

পেছনের মানুষ এলো ফিরে,
কিংবা ব্যস্ত আছো কোন কাজে।
বর্ণহীন ছিলে আগে,
সেজেছো এখন নতুন সাজে।

সেকেলের আমি এখনো ধাঁধায়,
তুমি সত্য নাকি অভিনেয় কাব্যের সংকলন।
অনেক রুপান্তরের প্রতিমূর্তি যে,
নাকি সমগ্র ভালোবাসার সম্মেলন?

বিমূঢ় আমি বিভ্রান্ত পথিক,
হয়ত অনেক কিছু দেখার বাকী,
শেষদৃশ্যের অপঘাতী আক্ষেপ,
যেন গায়ে না মাখি।

দমকা হাওয়া

নিজেকে অগোছালো করে দেয়ার আত্মঘাতী শক্তির উত্থান যখন তখনই জাগে...
চোখ বন্ধ রাখি কিছুক্ষণ, দীর্ঘ নিঃশ্বাস নেই
সুউচ্চ মিনার থেকে দূরে তাকাই।
আক্ষেপের তৃষ্ণা জাগছে না এখনও,
হঠাৎই ঘুর্ণি বাতাস এলোমেলো করে দেয় আচঁড়ানো চুলের ভঙ্গি।
অদৃশ্য হয়েও উদ্দামতা জাগায়!
বাতাস; তুমি প্রাণ। নিঃশ্বাসের গন্ধ তোমার কাছ থেকেই পাই!!!

Wednesday, February 22, 2017

রাজনীতির ভাত

আমরা বাঙ্গালী জাতি হিসেবে প্রতিবাদী তবে যথার্থভাবে অধিকার আদায় করতে শিখিনি। অধিকার আদায় করার মূলমন্ত্র চাহিদার সাথে সংযুক্ত বিষয় আর সামাঞ্জস্যতা থাকা। আমাদের '৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে '৭১ মুক্তিযুদ্ধ পর্যন্ত আমাদেরই জয়জয়কার ছিল। কারণ দাবিগুলো ছিলো প্রাণের দাবি আর তাতে সামঞ্জস্যতা ছিল। তাই বাঙালীর জয় হয়েছে। আরো পুরোনো ইতিহাস যেমন পলাশির যুদ্ধ, ফরায়েজী আন্দোলন, তিতুমীরের বাঁশের কেল্লা ইত্যাদিতে আমাদের কাঠামোগত ভিত শক্ত ছিল না। ঐ সময় কিছু মানুষের বেইমানির কারণেরও বাঙ্গালী জাতি হারতে বাধ্য হয়। সেই বেইমান এখনও বিরাজমান। এখনও আমরা একপ্রকার নীলকরের শাসনে শাষিত-শোষিত। অধিকারের পক্ষে লড়াই করা বন্ধুরা যখন শাসকের দ্বারা আক্রান্ত হয় তখন আমরা প্রভুর কাছে প্রার্থনায় চোখ ভিজাই, কিন্তু সামনে এগিয়ে আসার কোন চেষ্টা করি না। তখন এক এক করে আমাদের কথা বলার মানুষ আমরা হারাই। আর তরুণ প্রজন্মকে ডাইভার্ট করার জন্য তো প্রযুক্তি আছেই। কল রেট কমিয়ে দিয়ে, কম টাকায় ইন্টারনেট প্যাকেজ দিলেই তারা খুশি। সামনের দিন গুলো অনেক ভয়ানক যখন তরুণেরা তাদের দেশের অভ্যন্তরের খবর না জেনেই বড় হবে। নানান ধরনের চুক্তি আর বৈদেশিক ঋণে জর্জরিত জাতি একদিন আফসোস করবে কেন আরো দেশকে ভালোবাসলাম না? কেন দেশের প্রতিটি ব্যাপারে সজাগ হলাম না? সব কথা রাজনীতির মারপ্যাচে ফেলেই জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে আর আমরাও ঝামেলা মনে করে দূরে থাকছি।

#শেহজাদ_ম্যাক

ভাষা আমার

সেদিন অধৈর্যের ক্লান্তি ফেলে,
প্লাকার্ড-ব্যানার হাতে নিয়ে।
একসাথে স্লোগান ছিলো
শক্ত লোহার দেয়াল মাড়িয়ে।
রাতভর ধরে ব্যানার লেখা,
চায়ের কাপে ঘুমকে ভাঙ্গা।
দরাজ গলায় গানের লাইনে
অলস সবাই হতো চাঙ্গা।

ওরা প্রস্তুত ছিলো অনেক আগে
জিন্নাহ'র ভাষণে জ্বলতো রাগে।
মায়ের ভাষা নেবে কেড়ে, এমন সাহস দেখায়।
রক্ত চক্ষু শক্ত করলো, শতেক নবীন প্রাণ
ওরা দূর্বার যেন সবখানেতে, উর্ধ্বমূখী শেখায়।

এক চুয়াল্লিশ ভাঙ্গাবো বলে
নামলো সকালবেলা
ভয় তাড়িয়ে মেডিকেলে
জড়ো নবীন মেলা।
বাঁচবো কিনা মরবো জানি
বাংলা বাঁচাবো বলে
ভালোবেসে এগিয়ে গেলাম
টিয়ারগ্যাস-বুলেট ঠেলে

মায়ের ভাষা নেবে কেড়ে, এমন সাহস দেখায়।
রক্ত চক্ষু শক্ত করলো, শতেক নবীন প্রাণ
ওরা দূর্বার যেন সবখানেতে, উর্ধ্বমূখী শেখায়।

সালাম-বরকত জব্বারসহ
নাম না জানা কত!
কতেক আবার আর্মির হাতে
উধাও হয়ে গত
চোখে জলে মলিন সেদিন
ভুলে গেছি কি আজ?
একুশ মানে রংচঙিয়ে
সাজি নতুন সাজ!!!

মায়ের ভাষা নেবে কেড়ে, এমন সাহস দেখায়।
রক্ত চক্ষু শক্ত করলো, শতেক নবীন প্রাণ
ওরা দূর্বার যেন সবখানেতে, উর্ধ্বমূখী শেখায়।

সবখানেতে বাংলা বুকে
বাংলা মোদের প্রাণ
তবুও কেন দূর হয়নি
ভুল বাংলার অবসান?
ইংরেজ ভাষা এত পারি
বাংলাতে করি ভুল,
এসব নিয়ে বললে কথা
বিবাদ হয় তুমুল।

মায়ের ভাষা নেবে কেড়ে, এমন সাহস দেখায়।
রক্ত চক্ষু শক্ত করলো, শতেক নবীন প্রাণ
ওরা দূর্বার যেন সবখানেতে, উর্ধ্বমূখী শেখায়।

শহীদ প্রাণের আত্মার প্রতি
কামনা মাগফিরাত,
যেতে যেতে শিখিয়ে গেছে
করতে প্রতিবাদ।
ঊনসত্তর আর একাত্তরের
বীজ বুনে গেছে তাঁরা।
আজ ভাষা স্বাধীন; দেশ স্বাধীন
স্বাধীন বাংলা সারা।

ওরা প্রস্তুত ছিলো অনেক আগে
জিন্নাহ'র ভাষণে জ্বলতো রাগে।
মায়ের ভাষা নেবে কেড়ে, এমন সাহস দেখায়।
রক্ত চক্ষু শক্ত করলো, শতেক নবীন প্রাণ
ওরা দূর্বার যেন সবখানেতে, উর্ধ্বমূখী শেখায়।
(ভাষা শহীদদের স্মরণে একটি কবিতা লেখার চেষ্টা মাত্র)

২১শে ফেব্রুয়ারিতে লেখা একটি কলাম

আমরা বাঙ্গালী জাতি হিসেবে প্রতিবাদী তবে যথার্থভাবে অধিকার আদায় করতে শিখিনি। অধিকার আদায় করার মূলমন্ত্র চাহিদার সাথে সংযুক্ত বিষয় আর সামাঞ্জস্যতা থাকা। আমাদের '৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে '৭১ মুক্তিযুদ্ধ পর্যন্ত আমাদেরই জয়জয়কার ছিল। কারণ দাবিগুলো ছিলো প্রাণের দাবি আর তাতে সামঞ্জস্যতা ছিল। তাই বাঙালীর জয় হয়েছে। আরো পুরোনো ইতিহাস যেমন পলাশির যুদ্ধ, ফরায়েজী আন্দোলন, তিতুমীরের বাঁশের কেল্লা ইত্যাদিতে আমাদের কাঠামোগত ভিত শক্ত ছিল না। ঐ সময় কিছু মানুষের বেইমানির কারণেরও বাঙ্গালী জাতি হারতে বাধ্য হয়। সেই বেইমান এখনও বিরাজমান। এখনও আমরা একপ্রকার নীলকরের শাসনে শাষিত-শোষিত। অধিকারের পক্ষে লড়াই করা বন্ধুরা যখন শাসকের দ্বারা আক্রান্ত হয় তখন আমরা প্রভুর কাছে প্রার্থনায় চোখ ভিজাই, কিন্তু সামনে এগিয়ে আসার কোন চেষ্টা করি না। তখন এক এক করে আমাদের কথা বলার মানুষ আমরা হারাই। আর তরুণ প্রজন্মকে ডাইভার্ট করার জন্য তো প্রযুক্তি আছেই। কল রেট কমিয়ে দিয়ে, কম টাকায় ইন্টারনেট প্যাকেজ দিলেই তারা খুশি। সামনের দিন গুলো অনেক ভয়ানক যখন তরুণেরা তাদের দেশের অভ্যন্তরের খবর না জেনেই বড় হবে। নানান ধরনের চুক্তি আর বৈদেশিক ঋণে জর্জরিত জাতি একদিন আফসোস করবে কেন আরো দেশকে ভালোবাসলাম না? কেন দেশের প্রতিটি ব্যাপারে সজাগ হলাম না? সব কথা রাজনীতির মারপ্যাচে ফেলেই জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে আর আমরাও ঝামেলা মনে করে দূরে থাকছি।

Saturday, February 18, 2017

আমি "বি"


বিমুগ্ধ রঙ্গের অনুভূতি আমি হারিয়েছি,
বিপণী হয়ে চলে গেছে অনেক দূরে।
বিবিধ হয়ে যতটুকুই আছে,
বিদগ্ধ তারা মহাসুরে।

বিমুখী হই জীবনঘন শত প্রশ্নে,
বিপথগামী মিথ্যের পায়চারি চলছে বলে।
বিমোহীত আমি তোমার ছলনায়,
বিরোহী আমি তোমার অট্টরোলে।

বিনাশী নই তবুও আমি,
বিবাগী আমি তোমার রুপের আলোতে।
বিনম্র আমি তোমার কাঁজল আঁখিতে,
বিংসাদী তোমার চুলের দোলাতে।

বিলীয়মান এসব শুধুই মোর কল্পে,
বিনশ্বর সবই আমারই ভেতর।
বিচলিত শুধু অনাকাঙ্ক্ষিত একাকী বলে,
বিক্ষিপ্ত আলোর নিঃসঙ্কোচে ক্ষরণ.....।।।

Friday, February 17, 2017

আমার অনু

অনুতাপের অগ্নিদাহ জ্বলে অন্তরে,
অনুশাসনের শক্ত রশি বাঁধে মোরে।
অনুযোগের অনুমতি নিয়েও যেন নেয় না
অনুমিত আচরণেও শতেক ভুলের যন্ত্রণা
অনুগত আমার দর্শন, অন্য কাউকে পাইনা
অনুনয়ীর কথা বলে দেখি, মিথ্যে বন্দনা
অনুধাবিত আমার আকাশে, বিক্ষুদ্ধ মেঘে ভরা
অনুমেয় হিংস্র আমি, মানুষের মন গড়া।
অনুক্ষণে শোধাই আমায় জানে শুধু ঈশ্বর
অনুপদে নিজস্বত্তা, বাঁচুক সারা নশ্বর।

Wednesday, February 15, 2017

বঞ্চিলো মোরে ক্ষণ্

শেকলে বাঁধা আমার কথা,
বঞ্চিলো মোরে ক্ষণ্
রক্তেমাখা চাদরে চেপে
প্রস্তুত আমার মন্।।
যুদ্ধ তুমি হৃদে বাজো
বর্মে নিয়ে আমায় সাজো
স্বজাত্য মুক্তিতে,
আমায় তাড়ায় আজো।।
ধুলো ঝেড়ে শান তলোয়ার
বাঁধিয়ে কোমরে শক্তে,
অশ্বখুর ধুলোয় কাঁপুক ভয়ে
শত্রুঘ্ন হোক নিরক্তে।।।
- ‪#‎আসিফ_শেহজাদ‬
(১১/০৭/২০১৬) রাত ১.১৩ মিনিট

Friday, February 10, 2017

অনেক সাধ

একটি জীবনের অনেক সাধ
তবে,
দশকগুলো দ্রুতই এগিয়ে যায়।
শতেক অনুরোধ ক্ষয়ে যায় শেষবারে,
সহস্র আন্তরিকতা ম্লান হয় উপসংহারে,
অযুতে গিয়ে কাউকে খুঁজে ফেরা,
লাখো স্বপ্নংকুর ধ্বংস হয় তোমার কারণে,
নিযুতে থমকে দাঁড়ায় "স্ব" নিঃশ্বাস!
কোটিকল্পে বেঁচে থাকে শুধু আফসোস আর স্মৃতিরা!

Thursday, February 9, 2017

হয়ত কেউ আমিও একজন

কোন রঙহীন মহলের সমাবর্তন
অদেখা যেন সমীচীন আলোর কুণ্ডুলি
আমি শেষার্ধ বিশ্বাসের মিছিলে কোন ভ্রান্ত পথিক।
যে শুধু স্বপ্নই দেখে, রঙ্গমহল গড়তে চায়।
সবাই আমোদিত সেই মহলে, আমার গড়া মঞ্চে কেউ মলিনবিধুর নয়।
সবাই সুখ্যাতির আলোতে পরিবৃত্ত।
আমি নেই সেখানে, আমার কেউ নেই সেখানে।
সবার অমলিন হাসিতে রয়েছি আমি।
আমি সেখানেই বাঁচি।
এর নামই "হয়ত কেউ আমিও একজন।"

Wednesday, February 8, 2017

মিথ্যারসে তুষ্টি

ছিঁড়ে তোমার ধার্ত যখন শাহবাগে পিপার মারে,
মানবতার ইভেন্ট খুঁলে চিল্লাও আরো জোরে।
টানা-হেঁচড়া আর রঙ্গীন জলে কষ্ট তোমার খুব
ধর্ম যাজককে কঠিন চাবুকে থাকো কেন নিশ্চুপ?
চৌদ্দ শিকের অন্তরালে মরে জীবন ম্লান
পৌঁছায় না কারো কর্ণকুহরে বাঁচিবার আহবান।
নিজ দেশেও পরবাসি, সামাজিক অত্যাচার,
চলে প্রহসন বরারবই, চলে অবিচার।
সত্য জানিতে ঢুঁ দেই যখন পত্রিকার-ই পাতায়।
মিথ্যারসে তুষ্টি রচে জাগতিক মিথ্যের মেলায়।

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...