Sunday, September 30, 2018

হঠাৎই ছন্দপতন সেই জমকালো আয়োজনের

হঠাৎই ছন্দপতন সেই জমকালো আয়োজনের। সৃষ্টিবোধের তৃপ্তি সবাই বোঝে না। তাই অবুঝের মত বিধ্বস্ত হতে দেখে কারো কারো অনুভুতি-ই জাগে না। মমতাবোধ হয়ত মনে টইটুম্বুর কিন্তু পরম সুখ ভঙ্গের দায় সে নিতে চায় না। যদিও সে অপরাধের বিশালতায় ডুবে রয়েছে কত আগেই। নির্ঘাত স্বপ্নভঙ্গ কেউ চায় না। তবে ঘটনার দূর্ঘটনায় আহত মনের স্বপ্নভঙ্গ হবেই। এক আকাশ বিশালতার বিপরীতে ক্ষুদ্র তাচ্ছিল্য হৃদয়কে টুকরো করে ফেলে। প্রতিটি চরিত্র যখন সামনে ভাসে, তখন আপন মন হেসে আবার নিজেকে কাঁদিয়ে দেয়, কারণ ভুলটা নিজেরই ছিলো। ছিলাম নষ্টের গোড়া। তবে পুরো কাহিনীতে শ্রেষ্ঠাংশ জুড়ে ছিলো ধোঁয়াটে বেদনা। আজন্মলালিত চাওয়া-পাওয়া গুড়েবালি হয়ে যায় অক্ষত এক অপ্রাপ্তিতে। তবে সুন্দর যাত্রাতে শুভকামনা জানাতে লেখকের কুণ্ঠাবোধদয় নেই। এ যাত্রা শুভ হোক। এটাই চাওয়া।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...