Tuesday, October 16, 2018

কারণ তুমি যে সুহাসিনী

এক নির্বাক চোখের মায়াতে জীবন সচল হয়েছে। মুগ্ধতায় ভরে যাচ্ছে প্রতিমুহুর্ত। অনুভব করার শক্তিটা হয়েছে গাঢ়। প্রিয় থেকে সে এখন "প্রিয়তা"। যোগ হয় ভালো লাগা কিংবা রাগ। কিন্তু ভালোবাসা বাড়ছে। মনের যে দেয়ালে তোমার নামটা লেখা সেটা আরো দীর্ঘস্থায়ী হচ্ছে। সময় এগিয়ে যাচ্ছে সময়ের মত। সুন্দর পরিবর্তন একে একে ধরা দিচ্ছে। যে স্বপ্ন রাতের ঘুমে কিংবা কল্পনায় দেখতে ইচ্ছে হতো, সেটা কিছুটা হলেও ধরা দিচ্ছে আপন মনে। রংতুলির ক্যানভাসে আঁকা তোমার আমার স্বপ্ন মিলে গেছে। হিম শীতল হয়ে ভেসে বেড়ায় তোমার চঞ্চলতা। আমাকে স্পর্শ করে; ক্লান্তিগুলো মুছে দেয় নিমিষেই। দিনশেষে তোমার "হাসি" আমায় ছুঁয়ে যায়, নিবিড়ে ঘুম পাড়িয়ে দেয়...
কারণ তুমি যে সুহাসিনী ❤

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...