Monday, September 3, 2018

একজন শিক্ষকের বিদায়

"থাকো আসিফ, আর দেখা হবে না। তোমাদের ছেড়ে অন্যত্র যাচ্ছি।" আসলে কথাগুলো হয়ত কম বা ছোট। কিন্তু একজন শিক্ষক যখন তার বিদায় মুহুর্তে এই কথাগুলো বলে তখন মনে একটা কাঁপন ধরে। আর কি দেখা হবে না? কিছু শিক্ষক মনে দাগ কেটে থেকে যায়; মহানুভবতা, সহিষ্ণুতা আর পরম উদারতা দেখিয়ে। স্কুল, কলেজ লাইফে অনেক স্যারকে নতুন চাকরী পাওয়ার পর চলে যেতে দেখেছি। তবে সবার জন্য মন খারাপ হয়নি।
স্কুল লাইফের শান্তুনু কুমার সিংহ স্যার, সালাউদ্দিন স্যার, জামান স্যারের জন্য খারাপ লেগেছিলো। কলেজে কারো বিদায়ে তেমন খারাপ লাগে নি। তবে ভার্সিটিতে এসে কারো কারো বিদায়ে বিষন্নতা কাজ করে। হয়ত শরীফুল স্যারের সাথে ব্যক্তিগত জানাশোনা কম হয়েছে কিন্তু পড়াশুনা সংক্রান্ত অনেক সহযোগিতা স্যারের থেকে পেয়েছি। ৬ষ্ঠ সেমিষ্টার পরীক্ষায় বিষয়ভিত্তিক পরীক্ষার আগের দিন আহমেদ স্যার আর শরীফুল স্যারের কাছে সাজেশন আনতে যাবা পর তারা যেভাবে ২ ঘন্টায় বইটি পুরো বইটি রিভিউ করলো, তাতে সারাজীবন কৃতজ্ঞ থাকবো। ঐ পরীক্ষা খুবই ভালো হয়েছিলো। শরীফুল স্যার বড় একটা পড়ার টপিককে ছোট করে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিতো ক্লাসেই। পড়াশুনা ছাড়াও বাহিরের টুকিটাকি ব্যাপারে ক্লাসে আলাপ শুরু হলে অল্প কথাতে স্যার ব্যাপারটা বুঝে যেতো। তবে আজকে আমার প্রতি স্যারের শুভকামনা ভালো লাগলো। আমি জানি আমার কথাগুলো অগোছালো ভাবে লিখে যাচ্ছি, কারণ বিদায়টা সবাইকেই কাঁদায়। যেই শিক্ষকরা তার ছাত্রদের সাথে করমর্দন করে, তাঁদের প্রতি শ্রদ্ধা-সম্মানে মাথা নুয়ে আসে। বয়সের কোটা কাছাকাছি হবার পরও ছাত্রদেরকে নিজের কাছের মানুষ ক'জন শিক্ষকই বা মনে করে? হয়ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মানুষদের মন এতটাই উদারতায় টইটুম্বুর থাকে যেখানে জগতের অন্যসব মানুষদেরকেও তারা দামি মনে করে। হতে পারে সেই মানুষটি শিক্ষিত কিংবা অশিক্ষিত। ভালো থাকুক আমার প্রিয় শিক্ষকরা। নতুন কর্মস্থল আপনার জন্য শুভ আর সুন্দর হোক।
আর একজন প্রিয় শিক্ষক চলে যাচ্ছেন তবে বাকীরা আশেপাশেই আছেন।

And the fact is, যেখানেই থাকুন না কেন, আপনাদেরকে খুঁজে নেবো সঠিক সময়ে। কারণ আমার বিয়ের কার্ডটা তো আপনার হাতে পৌঁছে দিতে হবে।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...