Saturday, September 22, 2018

ভালোবাসা হয়ত এমনই

ভালোবাসা হয়ত এমনই, যেমনটা তোমার আমার ভাবনা মিলে যায়। অভিমানে জড়ানো একগুচ্ছ কথার পরেই তোমার রঙ্গিন যত্মগুলো আমাকে ঢেকে দেয় পরম আদরে! অনেক ব্যস্ততার পরেও তোমাকে কয়েক সেকেন্ডে জিজ্ঞাসা করা,"এই খেয়েছো?" তোমার উত্তর না হলে আমার ঝাড়ি! মাঝে মাঝে তোমার হাতের রান্নাটা বেশ হয়! আর তোমার সারপ্রাইজগুলো আমাকে মুগ্ধ করে। রাতের আকাশে উজ্জ্বল চাঁদ-তারার সম্মেলন ঘটলে তোমাকে নিমন্ত্রণ জানাই দেখার জন্য! কখনই বিরক্ত হও না আমার কঠিন ভাষার কবিতাগুলো যখন আবৃত্তি করে শোনাই। বিদায় দেয়ার আগে কয়েকবার করে তাকাও আমার দিকে আর মনে বলতে থাকো, "সাবধানে যেও"।
(সুন্দর ও স্বচ্ছতার একটা গল্প)

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...