সহজ গল্পে কঠিন লাইন
সহগ মিলানো দায়,
সমতা নিয়ে কত যে কথা
সমাজ তো না চায়।
সময় হারিয়ে নিয়তি যখন
সব কিছুই খোয়ায়,
সহ্যসীমায় এটাই বাকী
সবার বদদোয়ায়।
সকাল বিকাল কানের কাছে
সদা সত্য বাক্য,
সমান তবুও কেন যেন
সমগ্র দূর্ভাগ্য।
সমীকরণ মেলাতে কেউ
সমস্ত সুর হারায়,
সসীমতার বেড়াজালে
সকল সুখ তাড়ায়।
সক্ষমতার বিশাল সাগরে
সক্রেটিসও ব্যর্থ,
সক্রিয়হীন চিন্তা সাধন
সমাদর ছাড়া ধূর্ত।
সমাধানহীন অবাধ সাগরে
সস্তায় দেই ডুব,
সবাই মোরে ভুলে যাবে
সহিষ্ণু আমি চুপ।
[৯/৯/১৮;সন্ধ্যা ৭.৫৮]
সহগ মিলানো দায়,
সমতা নিয়ে কত যে কথা
সমাজ তো না চায়।
সময় হারিয়ে নিয়তি যখন
সব কিছুই খোয়ায়,
সহ্যসীমায় এটাই বাকী
সবার বদদোয়ায়।
সকাল বিকাল কানের কাছে
সদা সত্য বাক্য,
সমান তবুও কেন যেন
সমগ্র দূর্ভাগ্য।
সমীকরণ মেলাতে কেউ
সমস্ত সুর হারায়,
সসীমতার বেড়াজালে
সকল সুখ তাড়ায়।
সক্ষমতার বিশাল সাগরে
সক্রেটিসও ব্যর্থ,
সক্রিয়হীন চিন্তা সাধন
সমাদর ছাড়া ধূর্ত।
সমাধানহীন অবাধ সাগরে
সস্তায় দেই ডুব,
সবাই মোরে ভুলে যাবে
সহিষ্ণু আমি চুপ।
[৯/৯/১৮;সন্ধ্যা ৭.৫৮]
No comments:
Post a Comment