Monday, September 10, 2018

অনুর আত্মকথা

অনুতাপের অগ্নিদাহ জ্বলে অন্তরে,
অনুশাসনের শক্ত রশি বাঁধে মোরে।
অনুযোগের অনুমতি নিয়েও যেন নেয় না,
অনুমিত আচরণেও শতেক ভুলের যন্ত্রণা।
অনুগত আমার দর্শন, অন্য কাউকে পাইনা,
অনুনয়ীর কথা বলে দেখি, মিথ্যে বন্দনা।
অনুধাবিত আমার আকাশে, বিক্ষুদ্ধ মেঘে ভরা,
অনুমেয় হিংস্র আমি, মানুষের মন গড়া।
অনুক্ষণে শোধাই আমায় জানে শুধু ঈশ্বর,
অনুপদে নিজস্বত্তা, বাঁচুক সারা নশ্বর।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...