Sunday, April 2, 2017

ঈশ্বরের অষ্টাদর্শী প্রাণী

ঈশ্বরের সৃষ্টিধর এখনও বিস্ময়ের জন্ম দেয়!
বিস্মিত করা কিছু সৃষ্টি ঈশ্বরের কপোট প্রেমে মগ্ন!
দুনিয়ার সামনে সুচারু সাজে, অসহায়ের কান্না কাঁদে প্রতি আপদে।
নিমগ্ন থাকে অহেতুক অনুতপ্তে। নিঃসঙ্গতা কাটাতে মাথা মোটা প্রাণী খোঁজে। প্রয়োজন শেষে দু'লাইন লেখা কাগজের মত মুচড়ে পেপার ডাস্টবিনে ছোঁড়ে। চিকন বুদ্ধি দিয়ে মাথা মোটাকে বশ করে, কথার যুক্তিতে শক্ত রাখঢাক রেখে মাথা মোটাকে পরাস্ত করে।
আমি ঈশ্বরের সিজদা না করে নরকের বাসিন্দা আর তুমি অষ্টাদর্শী প্রাণী খোদার বন্দনা করে চলে গেলে স্বর্গে...

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...