Monday, April 10, 2017

একা

দিন-খন একা যার
নির্ঘুম একা তার
যখন বিছানায় পড়া,
কথাহীন কাব্য,
অলিখিত শ্রাব্য
যখন আমি আধমরা।
চেনা সুখ অচেনা
অপেক্ষারা ঘোচেনা
কবে যাবো বাড়ী।
সুন্দর সুস্থ
সকাল কবে দেখবো
দেখবো কাজের সারি।
ব্যস্ততা ভালো রাখে
সব থেকে খুব,
অশান্তির মৃতমেলা
থেকে দেয় ডুব।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...