Monday, March 27, 2017

দরিয়ার গর্জন

দরিয়ার গর্জন বড় ভয়ানক।
ক্ষুধিতের রোনাজারি যায় না তোর কানে,
সাবধানী বাণীঅর্চনা সাচে না তোর দিলে!
তবে প্রস্তুত হও; নওজোয়ানির দল আসছে তোর দিকে,
ঘৃণাস্পদ নিবিড়তা শুধু তোরই দিকে!

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...