Tuesday, March 7, 2017

ঈর্ষান্বিত নই

ঈর্ষান্বিত নই। শুধু ঈশ্বরভক্ত প্রাণীদের অসম আচরণের প্রতিযোগিতা থেকে আমি দূরে থাকতে চাই। ঈশ্বরের মঙ্গলময়তা নিয়ে তোমরা শান্ত থাকো। ভাগ বসানোর নিয়ত নেই। আমিও ঈশ্বর ভক্ত! কতটুকু? তিনি জানলেই হবে। আমি শুধু জানি আমি সুশ্রী শঠামির মধ্যে নেই। আমি ধর্ম যাজক নই। বিধান বুঝি না। সাধারণ থেকে অসাধারণ হতে চাই না বিধানজ্ঞ হয়ে। শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত প্রতিটি নিঃশ্বাসকে সত্য রাখতে চাই, সিংহপ্রাণ থাকতে চাই, সঞ্জীব হতে চাই!

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...