Sunday, September 30, 2018

হঠাৎই ছন্দপতন সেই জমকালো আয়োজনের

হঠাৎই ছন্দপতন সেই জমকালো আয়োজনের। সৃষ্টিবোধের তৃপ্তি সবাই বোঝে না। তাই অবুঝের মত বিধ্বস্ত হতে দেখে কারো কারো অনুভুতি-ই জাগে না। মমতাবোধ হয়ত মনে টইটুম্বুর কিন্তু পরম সুখ ভঙ্গের দায় সে নিতে চায় না। যদিও সে অপরাধের বিশালতায় ডুবে রয়েছে কত আগেই। নির্ঘাত স্বপ্নভঙ্গ কেউ চায় না। তবে ঘটনার দূর্ঘটনায় আহত মনের স্বপ্নভঙ্গ হবেই। এক আকাশ বিশালতার বিপরীতে ক্ষুদ্র তাচ্ছিল্য হৃদয়কে টুকরো করে ফেলে। প্রতিটি চরিত্র যখন সামনে ভাসে, তখন আপন মন হেসে আবার নিজেকে কাঁদিয়ে দেয়, কারণ ভুলটা নিজেরই ছিলো। ছিলাম নষ্টের গোড়া। তবে পুরো কাহিনীতে শ্রেষ্ঠাংশ জুড়ে ছিলো ধোঁয়াটে বেদনা। আজন্মলালিত চাওয়া-পাওয়া গুড়েবালি হয়ে যায় অক্ষত এক অপ্রাপ্তিতে। তবে সুন্দর যাত্রাতে শুভকামনা জানাতে লেখকের কুণ্ঠাবোধদয় নেই। এ যাত্রা শুভ হোক। এটাই চাওয়া।

Saturday, September 22, 2018

ভালোবাসা হয়ত এমনই

ভালোবাসা হয়ত এমনই, যেমনটা তোমার আমার ভাবনা মিলে যায়। অভিমানে জড়ানো একগুচ্ছ কথার পরেই তোমার রঙ্গিন যত্মগুলো আমাকে ঢেকে দেয় পরম আদরে! অনেক ব্যস্ততার পরেও তোমাকে কয়েক সেকেন্ডে জিজ্ঞাসা করা,"এই খেয়েছো?" তোমার উত্তর না হলে আমার ঝাড়ি! মাঝে মাঝে তোমার হাতের রান্নাটা বেশ হয়! আর তোমার সারপ্রাইজগুলো আমাকে মুগ্ধ করে। রাতের আকাশে উজ্জ্বল চাঁদ-তারার সম্মেলন ঘটলে তোমাকে নিমন্ত্রণ জানাই দেখার জন্য! কখনই বিরক্ত হও না আমার কঠিন ভাষার কবিতাগুলো যখন আবৃত্তি করে শোনাই। বিদায় দেয়ার আগে কয়েকবার করে তাকাও আমার দিকে আর মনে বলতে থাকো, "সাবধানে যেও"।
(সুন্দর ও স্বচ্ছতার একটা গল্প)

Monday, September 10, 2018

অনুর আত্মকথা

অনুতাপের অগ্নিদাহ জ্বলে অন্তরে,
অনুশাসনের শক্ত রশি বাঁধে মোরে।
অনুযোগের অনুমতি নিয়েও যেন নেয় না,
অনুমিত আচরণেও শতেক ভুলের যন্ত্রণা।
অনুগত আমার দর্শন, অন্য কাউকে পাইনা,
অনুনয়ীর কথা বলে দেখি, মিথ্যে বন্দনা।
অনুধাবিত আমার আকাশে, বিক্ষুদ্ধ মেঘে ভরা,
অনুমেয় হিংস্র আমি, মানুষের মন গড়া।
অনুক্ষণে শোধাই আমায় জানে শুধু ঈশ্বর,
অনুপদে নিজস্বত্তা, বাঁচুক সারা নশ্বর।

Sunday, September 9, 2018

"একটি সম্পূরক কবিতা"

সহজ গল্পে কঠিন লাইন
সহগ মিলানো দায়,
সমতা নিয়ে কত যে কথা
সমাজ তো না চায়।
সময় হারিয়ে নিয়তি যখন
সব কিছুই খোয়ায়,
সহ্যসীমায় এটাই বাকী
সবার বদদোয়ায়।
সকাল বিকাল কানের কাছে
সদা সত্য বাক্য,
সমান তবুও কেন যেন
সমগ্র দূর্ভাগ্য।
সমীকরণ মেলাতে কেউ
সমস্ত সুর হারায়,
সসীমতার বেড়াজালে
সকল সুখ তাড়ায়।
সক্ষমতার বিশাল সাগরে
সক্রেটিসও ব্যর্থ,
সক্রিয়হীন চিন্তা সাধন
সমাদর ছাড়া ধূর্ত।
সমাধানহীন অবাধ সাগরে
সস্তায় দেই ডুব,
সবাই মোরে ভুলে যাবে
সহিষ্ণু আমি চুপ।

[৯/৯/১৮;সন্ধ্যা ৭.৫৮]

Monday, September 3, 2018

একজন শিক্ষকের বিদায়

"থাকো আসিফ, আর দেখা হবে না। তোমাদের ছেড়ে অন্যত্র যাচ্ছি।" আসলে কথাগুলো হয়ত কম বা ছোট। কিন্তু একজন শিক্ষক যখন তার বিদায় মুহুর্তে এই কথাগুলো বলে তখন মনে একটা কাঁপন ধরে। আর কি দেখা হবে না? কিছু শিক্ষক মনে দাগ কেটে থেকে যায়; মহানুভবতা, সহিষ্ণুতা আর পরম উদারতা দেখিয়ে। স্কুল, কলেজ লাইফে অনেক স্যারকে নতুন চাকরী পাওয়ার পর চলে যেতে দেখেছি। তবে সবার জন্য মন খারাপ হয়নি।
স্কুল লাইফের শান্তুনু কুমার সিংহ স্যার, সালাউদ্দিন স্যার, জামান স্যারের জন্য খারাপ লেগেছিলো। কলেজে কারো বিদায়ে তেমন খারাপ লাগে নি। তবে ভার্সিটিতে এসে কারো কারো বিদায়ে বিষন্নতা কাজ করে। হয়ত শরীফুল স্যারের সাথে ব্যক্তিগত জানাশোনা কম হয়েছে কিন্তু পড়াশুনা সংক্রান্ত অনেক সহযোগিতা স্যারের থেকে পেয়েছি। ৬ষ্ঠ সেমিষ্টার পরীক্ষায় বিষয়ভিত্তিক পরীক্ষার আগের দিন আহমেদ স্যার আর শরীফুল স্যারের কাছে সাজেশন আনতে যাবা পর তারা যেভাবে ২ ঘন্টায় বইটি পুরো বইটি রিভিউ করলো, তাতে সারাজীবন কৃতজ্ঞ থাকবো। ঐ পরীক্ষা খুবই ভালো হয়েছিলো। শরীফুল স্যার বড় একটা পড়ার টপিককে ছোট করে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিতো ক্লাসেই। পড়াশুনা ছাড়াও বাহিরের টুকিটাকি ব্যাপারে ক্লাসে আলাপ শুরু হলে অল্প কথাতে স্যার ব্যাপারটা বুঝে যেতো। তবে আজকে আমার প্রতি স্যারের শুভকামনা ভালো লাগলো। আমি জানি আমার কথাগুলো অগোছালো ভাবে লিখে যাচ্ছি, কারণ বিদায়টা সবাইকেই কাঁদায়। যেই শিক্ষকরা তার ছাত্রদের সাথে করমর্দন করে, তাঁদের প্রতি শ্রদ্ধা-সম্মানে মাথা নুয়ে আসে। বয়সের কোটা কাছাকাছি হবার পরও ছাত্রদেরকে নিজের কাছের মানুষ ক'জন শিক্ষকই বা মনে করে? হয়ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মানুষদের মন এতটাই উদারতায় টইটুম্বুর থাকে যেখানে জগতের অন্যসব মানুষদেরকেও তারা দামি মনে করে। হতে পারে সেই মানুষটি শিক্ষিত কিংবা অশিক্ষিত। ভালো থাকুক আমার প্রিয় শিক্ষকরা। নতুন কর্মস্থল আপনার জন্য শুভ আর সুন্দর হোক।
আর একজন প্রিয় শিক্ষক চলে যাচ্ছেন তবে বাকীরা আশেপাশেই আছেন।

And the fact is, যেখানেই থাকুন না কেন, আপনাদেরকে খুঁজে নেবো সঠিক সময়ে। কারণ আমার বিয়ের কার্ডটা তো আপনার হাতে পৌঁছে দিতে হবে।

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...