Thursday, June 7, 2018

জীবন যখন

জীবন যখন জড়িয়ে যায়,মায়ার আবডালে,
জীবন্ত সেই স্বত্তাগুলো, প্রেমের পাখা মেলে।
জীর্ণ মনে বারবার বলে, কোথায় পাবো ঠাঁই,
জিদ চেপে যায় মনের দেয়ালে, তোমাকেই আমি চাই।
জিতে যাওয়া তুমি আজ, ভালো থাকবে কাল-ও
জীর্ণদশা আবার ছোঁবে, প্রেমময় সব হারালো।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...