Wednesday, June 27, 2018

বন্ধুত্ব

ভালো থাকার মুহুর্তগুলো, চোখেতে মোর ভাসে।
বেঁচে থাকে স্মৃতি হয়ে, সুনীল সে ক্যানভাসে।
আলোর ঝিলিক স্পর্শ করে, হাতের পশমে
মিশে আছিস সবাই তোরা, হৃদয় মরমে।
দু'একটা রাগের কথায়, ছিলো ভালোবাসা
হঠাৎ করেই যাসনে ভেঙ্গে, ছেড়ে এত আশা।
বন্ধু সে তো যায় ছেড়ে থেকে যায় প্রাণে,
বেঁধে রাখে মোরে, অচেনা সূরে।
হাঁটে না বহুদূরে।
বইয়ের ভাষাতে বিদ্বান কেউ, কেউবা বুদ্ধিমান,
কারো আছে জমিদারি, জারি করে ফরমান।
কেউবা আবার নেতার সমান, বলে কত উক্তি,
চায় সে সকলের সম্মানটা, করুক তারে ভক্তি।
বন্ধুর মাঝে কেউ নেই উঁচু, যদি জানে সংজ্ঞা
বন্ধুর মাঝে হয়না কখনো, দ্বিধাময় দাঙ্গা।
বন্ধু সে তো যায় ছেড়ে থেকে যায় প্রাণে,
বেঁধে রাখে মোরে, অচেনা সূরে।
হাঁটে না বহুদূরে।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...