Tuesday, June 26, 2018

আমাদের আমরা


অভিজ্ঞতার জোরে
সায়েম হয়ে গেলো কাকা,
অনিক নামের সেই ছেলেটা
রয়ে গেলো আজও বাঁকা।
তারেক আবার নতুন করে
খোঁজে প্রেমের মওকা,
আরাফাতের বাসার সবাই
ডাকে তারে বোকা।
রাকিব মিয়া গাজা খায়
কিন্তু চালাক খোকা।
জান্নাত শুধু আচার পেলেই
হয়ে যায় তার পোকা,
রাফা নামের সেই মেয়েটার
ব্যাগে কেন এত টাকা!
লিজা বানায় ফিরনি-নুডুলস
এতে সে যেন পাকা।
আমি নামের সেই ছেলেটা
রয়ে যাই শুধু একা।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...