Friday, May 11, 2018

মন তুষ্টি

আমার কাছে যা সহজ আর সাবলীল তা সমাজের কাছে অর্থ উপার্জনের মূল হাতিয়ার না। "ভাল গানের গলা, খন্ডকালীন অভিনয় বা লেখালেখি দিয়ে পাঠকের মন তুষ্টি অর্জন" এসব দিয়ে কি আর অর্থ সম্পদের মুখ দেখা যায়? তবে সম্মানটা টাকা দিয়ে কেনা যায় না।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...