Tuesday, September 26, 2017

রাত জাগা

উড়ছে তোমার চুল শুধু
ছুঁচ্ছে আমার গা
তোমার সকাল হাতে রেখে
আমার রাত জাগা

আমি নির্ঘুম তুমি ঘুমে
অবাক কিছু স্বপ্ন জমে
ভয় হয় শুধু যেন না থামে।

বেঁচে থাকি শুধু তোমার গানে
আর কিছু যেন না আসে কানে
জীবন শুধু থাকুক টিকে শেষ দানে

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...