মরণটুকুও কেন পায়ে পড়ে কাঁদে
তবুও জীবন তুচ্ছ যেন প্রেম স্বাদে
ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি
তাই হয়ত তোমার দুয়ারে বার বার ফিরে আসি
কঠিন দিনে তুমি কেঁদেছো
আজ আমি কাঁদছি তোমার জন্য
ভালোবেসেই হোক জীবন ধন্য
তুচ্ছ আমি নিরুপায় হয়ে
মরে যাই বার বার তোমার লয়ে
খুব যে ভালোবাসি তোমায়,
যেখানে নিঃশ্বাসের শান্তিতে খুঁজি শুধুই তোমায়।
আমি অন্ধ আসিফ আজ,
তরল হয় আমার আগুন মেজাজ।
তোমার হাসিতে নিজেকে ডুবাই
তোমার হাসিতে সঁপে দেই
আমি তোমার কান্নায় জয় করি তোমারেই।
আমার অন্তর শুধু বন্দি তোমার সনে
কেউ না জানুক পাগল তোমার জন্যে।।।
তবুও জীবন তুচ্ছ যেন প্রেম স্বাদে
ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি
তাই হয়ত তোমার দুয়ারে বার বার ফিরে আসি
কঠিন দিনে তুমি কেঁদেছো
আজ আমি কাঁদছি তোমার জন্য
ভালোবেসেই হোক জীবন ধন্য
তুচ্ছ আমি নিরুপায় হয়ে
মরে যাই বার বার তোমার লয়ে
খুব যে ভালোবাসি তোমায়,
যেখানে নিঃশ্বাসের শান্তিতে খুঁজি শুধুই তোমায়।
আমি অন্ধ আসিফ আজ,
তরল হয় আমার আগুন মেজাজ।
তোমার হাসিতে নিজেকে ডুবাই
তোমার হাসিতে সঁপে দেই
আমি তোমার কান্নায় জয় করি তোমারেই।
আমার অন্তর শুধু বন্দি তোমার সনে
কেউ না জানুক পাগল তোমার জন্যে।।।
No comments:
Post a Comment