Friday, September 15, 2017

তুমি আমার

তুমি আমার ঘুম
স্বর্গীয় প্রেমের চুম
তুমি আমার রাতের বৃষ্টি,
তুমিই আমার উম।

তুমি আমার জোনাক পরী
সকাল বিকাল সন্ধ্যা আলোড়ী
তুমি আমার একটু সুখ,
তুমিই আমার আদুরী।

তুমি আমার মিষ্টি সুখ
একরাশি হাসিতে ভরে বুক
তুমি আমার জগত স্বর্গ,
দেখি যখন তোমার মুখ।

তুমি আমার স্বস্তির নিঃশ্বাস
দূরে তুমি তবুও শক্ত বিশ্বাস
তুমি আমার ছোট্ট পাখি,
তুমি আমার গোলাপ একরাশ।

তুমি আমার শান্ত ছায়া
তোমার জন্যই জাগে মায়া
তুমি যে কেন যাও হারিয়ে,
তুমিই আমার চোখের হায়া।

তুমি আমার একটাই নদী
বাঁঁচবো যদ্দিন বইবে অবধি
তুমি আমার শঙ্খচুড়া,
তুমি আমার সবটুকু আমোদী।

তুমি আমার স্বর্গ সমান
হারাই যত মান সম্মান
তবুও তুমি আমার একটাই তুমি,
দিলাম তোমার এক জবান।

তুমি আমার একটাই আকাশ
রঙ্গিন চোখে সেই বুনো কাশ
শেষ দিনেও আমি একাই থেকে,
বুড়ো বয়সে করবো বাস।

৩.০২ দুপুর। সেপ্টেম্বর ১১, ২০১৭

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...