ছন্দের খেয়ালে পাইনি কবিতা
কথার খেয়ালে পাইনি গান,
তোমার খেয়ালে পাইনি "তুমি"
উচ্ছ্বাসের বদলে পাইনি প্রাণ।।
গল্পে কত না পাওয়ার সুর।
অবেলায় ডাকে শেষ নিঃশ্বাস; নদী কত দূর।
মনের খেয়ালে দেইনি মনোযোগ
স্বপ্নের খেয়ালে দেইনি অনুযোগ,
নিঃস্তব্ধতার খেয়ালে দেইনি পরিভোগ
ভুলের খেয়াল দেইনি অভিযোগ।।
কাব্যে কত বিরহের উপমা।
তুমি ছিলে স্বাভাবিক; আমার কষ্ট জমা।
আঁধারের খেয়ালে পাইনি সকাল
চাঁদের খেয়ালে পাইনি জ্যোৎস্নাবিহার,
র্নিঘুমের খেয়ালে পাইনি স্বস্তি
তাঁরা খেয়ালে পাইনি রুপোর হার।।
ছন্দে দুজনার ছিল অমিল।
শেষচেষ্টা হেলায় হারিয়ে; আজ তুমি আছো খুব অনাবিল।
অনুরাগের খেয়ালে পাইনি হাসি
অভিমানের খেয়ালে পাইনি সান্ত্বনা,
অনুতাপের খেয়ালে পাইনি ক্ষমা
অনুগতের খেয়ালে পাইনি মন্ত্রণা।।
উপন্যাসের শেষ অধ্যায়ে মৃত নায়ক।
প্রমাণ দিলো সে; ভালোবাসার পরিচায়ক।
(একটি সত্য ঘটনা অবলম্বনে)
৩/৯/১৭
No comments:
Post a Comment