রহিলে "তুমি" সৃষ্টির বাহিরে,
সত্যিকারের "তুমি" বহুদূরে।
মনন স্পর্শী হতে চায় অচেনা সুরে।
পূর্বের "তুমি" কি খলতুমি ছিলে?
মিলিয়ে গেলে আড়ালে
নাকি "তুমি"র জন্মই হয়নি!
হও "তুমি" সর্বদা আমারই
চাই না তাহা, এ যে আনাড়ি
আমার কথা তিক্ত ছিল, তোমার সয়নি!
"তুমি" সত্যিই লক্ষ্যহীন
"তুমি" ব্যর্থ প্রেমের বেড়াজাল,
"তুমি" ছিলে সমপ্রেম আমার
কিংবা অসম প্রেমের খেয়াল।
মনভ্রষ্ট আমি, তবুও যুক্তি খুঁজি
ভবিষ্যৎ "তুমি" অদেখা আমার কেউ,
এই সান্তনায় বাড়ি ফিরি
তবুও থামানো দায় হৃদয়ের উত্তাল ঢেউ।
সত্যিকারের "তুমি" বহুদূরে।
মনন স্পর্শী হতে চায় অচেনা সুরে।
পূর্বের "তুমি" কি খলতুমি ছিলে?
মিলিয়ে গেলে আড়ালে
নাকি "তুমি"র জন্মই হয়নি!
হও "তুমি" সর্বদা আমারই
চাই না তাহা, এ যে আনাড়ি
আমার কথা তিক্ত ছিল, তোমার সয়নি!
"তুমি" সত্যিই লক্ষ্যহীন
"তুমি" ব্যর্থ প্রেমের বেড়াজাল,
"তুমি" ছিলে সমপ্রেম আমার
কিংবা অসম প্রেমের খেয়াল।
মনভ্রষ্ট আমি, তবুও যুক্তি খুঁজি
ভবিষ্যৎ "তুমি" অদেখা আমার কেউ,
এই সান্তনায় বাড়ি ফিরি
তবুও থামানো দায় হৃদয়ের উত্তাল ঢেউ।
No comments:
Post a Comment