ক্ষয়ে যাওয়া আমি আরও ক্ষয়িষ্ণু হই,
পুরোনো স্মৃতি যখন বিক্ষিপ্ত হয়ে ছুটে আসে।
বিদগ্ধ হাসি জমে থাকে ছোট কণা হয়ে
প্রতিশোধের আকাঙ্ক্ষা সুপ্ত থাকুক প্রতি নিঃশ্বাসে।
পুরোনো স্মৃতি যখন বিক্ষিপ্ত হয়ে ছুটে আসে।
বিদগ্ধ হাসি জমে থাকে ছোট কণা হয়ে
প্রতিশোধের আকাঙ্ক্ষা সুপ্ত থাকুক প্রতি নিঃশ্বাসে।
No comments:
Post a Comment