Monday, November 21, 2016

নড়েনি এখনো কড়া

পাষাণ তোমার হৃদয়ে হয়ত
নড়েনি এখনো কড়া,
সুবিধা মতো নিজের দাবীতে
ধরা জ্ঞান করো সরা।

চারিপাশের আবহে তোমার
আসে যায়না কিছু,
এক দু কদম আগ বাড়িয়েই
আবার হটো পিছু।

মানবতার ক্রন্দন দেখেও
ভাঙ্গো না তুমি শর্ত,
পাশের বাড়ির গড়ানো রক্তে
ভিজছে মোদের মর্ত।

গ্রামের পর গ্রাম জ্বলে যায়
শতেক মরে বোমে,
নিভে যাওয়া শিখা জ্বালিয়ে দেয়
অমানুষেরা থেমে থেমে।

কে মুসলিম, কে বৌদ্ধ
মানবতা সবার আগে,
বিশ্ব হয়ত জানে না সত্য
মাছ ঢেকে রাখে শাকে।

রক্তাক্ত দেহ পড়ে আছে কত
আছে স্বজনহারা,
সব জেনেও আমরা সবাই
দেই সীমান্তে পাহারা।

২০/১১/১৬-শেহজাদ
(আরকানবাসীকে উৎসর্গ করে)

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...