Monday, July 8, 2019

Averageism

জোর করে যেমন ভালোবাসা যায় না তেমনি জোর করে কাউকে বন্ধু বলে জায়গা দেয়া যায় না। যেই চোখে মমত্ববোধ, সহিষ্ণুতা ও শ্রদ্ধাবোধ দেখা না যায়, সেই চোখ বন্ধুর চোখ না। সহকর্মী ও সহপাঠীর উন্নতিতে যার চোখে প্রতিহিংসার ছায়া, সেই চোখের প্রতি বিশ্বাস জন্মানোর চেষ্টা করেছি অনেকদিন। তবে আর পারলাম না। নিজের লক্ষ্য ও উদ্দ্যেশ্য যেখানে ব্যাহত হয় সেখানে কাউকেই রাখা প্রয়োজন মনে করি না। সামনে আমার অনেক কাজ, অনেক স্বপ্ন। নেতিবাচক পেছনে ফেলে ইতিবাচক ও সহিষ্ণু মানুষদের পাশে রাখতে চাই। একঝাঁক স্বপ্ন আর উন্নত চিন্তাভাবনার সঙ্গী হতে চাই। প্রতিযোগী চাই, প্রতিদ্বন্দ্বী নয়। সহিষ্ণু মানুষদের সাথে যোগাযোগ থাকবে। ❤
#Averageism

Monday, July 1, 2019

বিবিএ এর ইন্টার্নশীপ নিয়ে কিছু অভিজ্ঞতা বিনিময় ও প্রশ্ন-উত্তরঃ ১ম পর্ব

ইন্টার্নশীপ একটি শিক্ষনবীশ পর্ব, যা পড়াশুনার একটি অংশ। কখনও অভিজ্ঞতা অর্জনের জন্য একজন গ্রাজুয়েট অবৈতনিক শিক্ষানবীশে অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করে।

কখন ইন্টার্নশীপ করতে হয়?
ফাইনাল ইয়ার অথবা শেষ সেমিষ্টারে ইন্টার্নশীপ করতে হয়।

কীভাবে শুরু করতে হবে?
১/ প্রথমত, যেখানে ইন্টার্নশীপ করতে ইচ্ছুক সেখানে যোগাযোগ করতে হবে।
কখনও ইন্টার্নশীপের আবেদন করতে শিক্ষার্থীকে একটি C.V. জমা দিতে হয়। কিছু ব্যাংক অনলাইনে আবেদন গ্রহণ করে। C.V. দেখে তারা মৌখিক বা লিখিত অনুমতি দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে।
২/ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত ব্যাংক বা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর একটি Forwarding Letter লিখবে। প্রাপ্ত Letter টি ও প্রয়োজনীয় সংযুক্তি যেমন, SSC ও HSC পরীক্ষার Academic Transcript এর ফটোকপি সত্যায়িত, SSC ও HSC পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত ও বিবিএ এর মার্কশীট ও ২-৫ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ব্যাংক বা উক্ত প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এক্ষেত্রে ব্যাংক বা প্রতিষ্ঠানটি যে সকল কাগজ জমা দিতে বলবে শুধুমাত্র সেগুলোই জমা দিতে হবে।
৩/ সবকিছু জমা দেয়ার পরে ব্যাংক বা উক্ত প্রতিষ্ঠানই জানিয়ে দেবে কবে থেকে ইন্টার্নশীপ শুরু হবে।
(অবৈতনিক শিক্ষানবীশে যথেষ্ট শিথিলতা থাকে যা বৈতনিক শিক্ষানবীশে থাকে না, তবে কিছু ব্যাংক ও প্রতিষ্ঠান বাদে সব ব্যাংকই অবৈতনিক)

Monday, March 4, 2019

পিপাসার্ত

নিমগ্ন আকাশ আমায় ডাকছে
এ যেন বিশলতার মাঝে হারিয়ে যাওয়া।
চোখ বুঝে সুখের কল্পনা
কিছু একটা পেয়েও যেন না পাওয়া।
বৃষ্টির মাঝে ভিজে যায়, আমার পুরোদিন,
একা সেই নগরে, নিঃশ্বাস বড় কঠিন।

আধোঘুমে স্বপ্নের ছবি ক্যানভাসে আঁকি
অবহেলায় বেড়ে ওঠা অহেতুক এক গোলাপ।
তিন রঙ্গের সমাহারে ছবির পাতা ভারী
পরিপূর্ণ সবখানে তবুও হায় প্রলাপ।
ঝড়ের মাঝে ভেঙ্গে যায়, মোমের সে দেয়াল,
বিনয়ী মন কেঁপে ভীত, হঠাৎ বে-খেয়াল।

পিপাসার্ত আহত হৃদে একটু শান্তি খোঁজে
জগত জুড়ে হারিয়ে যাওয়ার ইচ্ছেশক্তি বাড়ে
দমকা হাওয়ায় শীতল দেহে "আমি" মুক্তি পায়
আকাশের মাঝে বিলীন হতে প্রস্তুতি সাড়ে।
বিদীর্ণ সেই কালো থাবায়, "আমি"র আত্মাহুতি,
শতেক চাওয়া মৃত্যুকূপে, ঘটলো যে ইতি।

Sunday, February 10, 2019

সাজেক ভ্যালি ভ্রমণ গাইড

"সাজেক ভ্যালী" মেঘের দেশ কিংবা বাংলাদেশের ছাদ। যেটাই বলিনা কেন। অপরুপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই।

ঢাকার ফকিরাপুল থেকে রাত ১০.৪৫ এ শ্যামলী পরিবহনে আমাদের যাত্রা শুরু হয়। আমরা ছিলাম ৯ জন। জন প্রতি ভাড়া ছিলো ৫২০ টাকা। ভোরে বাস কাউন্টারে নামাবে আপনাকে। খাগড়াছড়ি নেমেই ফিরতি টিকেট কেটে রাখবেন। তা নাহলে মহাবিপদে পড়ে যাবেন।
১/ শাপলা চত্বরে চাঁদের গাড়ির দাম চড়া দেখে চলে আসতে হলো দীঘিনালায়। সেখান থেকে সকালের নাস্তা সেরে, চেপে বসলাম চাদের গাড়িতে। এরা সবাই আমার বন্ধুমহল। যেতে যেতে সকল খরচ আপনাদের সাথে শেয়ার করবো। সুতরাং আশা করি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন।
২/ পাহাড় আর ঘন সবুজের মাঝে মেঘের মিতালী দেখতে হলে আপনাকে সাজেক আসতে হবে।
আসার পথে প্রথমেই নামবেন হাজাছড়া ঝর্ণা দেখতে। ঝর্ণার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন বর্ষাকালে।

Saturday, February 9, 2019

বিবাহ তত্ত্বঃ ১ম পর্ব

১/ ইদানিংকালে ধুমধাম করে ১০-১৫ লাখ টাকা খরচ করে বিবাহ-শাদী হচ্ছে। চলছে অসুস্থ প্রতিযোগীতার ছড়াছড়ি। কে কার থেকে বেশি টাকা দেনমোহর আদায় করতে পারে। একদিকে দেনমোহরের নামে চাঁদাবাজি হলেও অবিশ্বাস আর অসুস্থ সমাজ ব্যবস্থার টানাপোড়েনে মেয়ের ভবিষ্যত নির্ধারণ করে এই টাকা।
আবার যৌতুকের জন্য গৃহবধুকে শারীরিক-মানসিক অত্যাচার হরহামেশায় ঘটে চলেছে। হোক সেটা ভালোবাসার বিয়ে কিংবা পরিবারের ঠিক করে দেয়া বিয়ে। মাত্রাতিরিক্ত দেনমোহর যেমন ছেলে পক্ষের জন্য গলার কাটা হয়ে দাঁড়ায়। তেমনি যৌতুক বা যৌতুকের বদলে ছেলে পক্ষের চাওয়া পাওয়া মেয়ে পক্ষের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়ায়।

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...