১/ ইদানিংকালে ধুমধাম করে ১০-১৫ লাখ টাকা খরচ করে বিবাহ-শাদী হচ্ছে। চলছে অসুস্থ প্রতিযোগীতার ছড়াছড়ি। কে কার থেকে বেশি টাকা দেনমোহর আদায় করতে পারে। একদিকে দেনমোহরের নামে চাঁদাবাজি হলেও অবিশ্বাস আর অসুস্থ সমাজ ব্যবস্থার টানাপোড়েনে মেয়ের ভবিষ্যত নির্ধারণ করে এই টাকা।
আবার যৌতুকের জন্য গৃহবধুকে শারীরিক-মানসিক অত্যাচার হরহামেশায় ঘটে চলেছে। হোক সেটা ভালোবাসার বিয়ে কিংবা পরিবারের ঠিক করে দেয়া বিয়ে। মাত্রাতিরিক্ত দেনমোহর যেমন ছেলে পক্ষের জন্য গলার কাটা হয়ে দাঁড়ায়। তেমনি যৌতুক বা যৌতুকের বদলে ছেলে পক্ষের চাওয়া পাওয়া মেয়ে পক্ষের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়ায়।
২/ বিবাহ বিচ্ছেদ। দিন দিন এর হার বেড়েই চলেছে। কম দিনের পরিচয়ে কিংবা ছেলেদের হাই প্রোফাইল দেখে বিয়ে করে বিপাকে পড়ে কনে পক্ষ। কিংবা আধুনিকা-সুন্দরী তরুণীর যে ইয়াবা আর গাজা না হলে চলেই না, সেটা ছেলে পক্ষ জানতো না। শেষমেষ তালাকের মাধ্যমে সব সম্পর্কের ইতি ঘটায়। বিবাহ বিচ্ছেদের সাথে নানান বিষয় জড়িত। সেটা না হয় নাই বললাম।
বিবাহ একটি সামাজিক বন্ধন হলেও এর কার্যকারিতা সমাজের ক্ষতি ডেকে আনছে। সামাজিক বন্ধনের সুফল ভোগ করার চেয়ে সামাজিক ভাঙ্গন ডেকে আনছে। নতুন প্রজন্মের শিশুরা এসব দেখে বিব্রত হচ্ছে।
(চলবে)
আবার যৌতুকের জন্য গৃহবধুকে শারীরিক-মানসিক অত্যাচার হরহামেশায় ঘটে চলেছে। হোক সেটা ভালোবাসার বিয়ে কিংবা পরিবারের ঠিক করে দেয়া বিয়ে। মাত্রাতিরিক্ত দেনমোহর যেমন ছেলে পক্ষের জন্য গলার কাটা হয়ে দাঁড়ায়। তেমনি যৌতুক বা যৌতুকের বদলে ছেলে পক্ষের চাওয়া পাওয়া মেয়ে পক্ষের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়ায়।
২/ বিবাহ বিচ্ছেদ। দিন দিন এর হার বেড়েই চলেছে। কম দিনের পরিচয়ে কিংবা ছেলেদের হাই প্রোফাইল দেখে বিয়ে করে বিপাকে পড়ে কনে পক্ষ। কিংবা আধুনিকা-সুন্দরী তরুণীর যে ইয়াবা আর গাজা না হলে চলেই না, সেটা ছেলে পক্ষ জানতো না। শেষমেষ তালাকের মাধ্যমে সব সম্পর্কের ইতি ঘটায়। বিবাহ বিচ্ছেদের সাথে নানান বিষয় জড়িত। সেটা না হয় নাই বললাম।
বিবাহ একটি সামাজিক বন্ধন হলেও এর কার্যকারিতা সমাজের ক্ষতি ডেকে আনছে। সামাজিক বন্ধনের সুফল ভোগ করার চেয়ে সামাজিক ভাঙ্গন ডেকে আনছে। নতুন প্রজন্মের শিশুরা এসব দেখে বিব্রত হচ্ছে।
(চলবে)
No comments:
Post a Comment