Friday, December 7, 2018

চুপিসারে নিরুপায়

চাঁদমুখ খানি সোনায় মুড়িয়ে
রাখার প্রতিজ্ঞা।
কঠিন শাসন চাপিয়ে দিয়ে
করালাম আজ্ঞা।
বিবেক আমায় তাড়িয়ে বেড়ায়
অন্ধকারে কেন?
স্বপ্নের ঘোর কেটে গেলো আজ
ভুল আমি এখনো?

রঙ্গীন চাদরে গল্পগুচ্ছ
মুঠোয় পুড়ে রাখি,
আদর ভালোবাসায় ভরা
কত স্বপ্ন আঁকি।
বিনাশ আমায় তাড়িয়ে বেড়ায়
বেঁচে আছি কেন হায়?
অন্যের মুখে মরণ লেপে
চুপিসারে নিরুপায়।

No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...