Wednesday, June 27, 2018

বন্ধুত্ব

ভালো থাকার মুহুর্তগুলো, চোখেতে মোর ভাসে।
বেঁচে থাকে স্মৃতি হয়ে, সুনীল সে ক্যানভাসে।
আলোর ঝিলিক স্পর্শ করে, হাতের পশমে
মিশে আছিস সবাই তোরা, হৃদয় মরমে।
দু'একটা রাগের কথায়, ছিলো ভালোবাসা
হঠাৎ করেই যাসনে ভেঙ্গে, ছেড়ে এত আশা।
বন্ধু সে তো যায় ছেড়ে থেকে যায় প্রাণে,
বেঁধে রাখে মোরে, অচেনা সূরে।
হাঁটে না বহুদূরে।
বইয়ের ভাষাতে বিদ্বান কেউ, কেউবা বুদ্ধিমান,
কারো আছে জমিদারি, জারি করে ফরমান।
কেউবা আবার নেতার সমান, বলে কত উক্তি,
চায় সে সকলের সম্মানটা, করুক তারে ভক্তি।
বন্ধুর মাঝে কেউ নেই উঁচু, যদি জানে সংজ্ঞা
বন্ধুর মাঝে হয়না কখনো, দ্বিধাময় দাঙ্গা।
বন্ধু সে তো যায় ছেড়ে থেকে যায় প্রাণে,
বেঁধে রাখে মোরে, অচেনা সূরে।
হাঁটে না বহুদূরে।

Tuesday, June 26, 2018

আমাদের আমরা


অভিজ্ঞতার জোরে
সায়েম হয়ে গেলো কাকা,
অনিক নামের সেই ছেলেটা
রয়ে গেলো আজও বাঁকা।
তারেক আবার নতুন করে
খোঁজে প্রেমের মওকা,
আরাফাতের বাসার সবাই
ডাকে তারে বোকা।
রাকিব মিয়া গাজা খায়
কিন্তু চালাক খোকা।
জান্নাত শুধু আচার পেলেই
হয়ে যায় তার পোকা,
রাফা নামের সেই মেয়েটার
ব্যাগে কেন এত টাকা!
লিজা বানায় ফিরনি-নুডুলস
এতে সে যেন পাকা।
আমি নামের সেই ছেলেটা
রয়ে যাই শুধু একা।

Thursday, June 7, 2018

জীবন যখন

জীবন যখন জড়িয়ে যায়,মায়ার আবডালে,
জীবন্ত সেই স্বত্তাগুলো, প্রেমের পাখা মেলে।
জীর্ণ মনে বারবার বলে, কোথায় পাবো ঠাঁই,
জিদ চেপে যায় মনের দেয়ালে, তোমাকেই আমি চাই।
জিতে যাওয়া তুমি আজ, ভালো থাকবে কাল-ও
জীর্ণদশা আবার ছোঁবে, প্রেমময় সব হারালো।

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...