Thursday, March 29, 2018

ফেরা

(উৎসর্গ: Alamin Sikder Tasfin Ashraf)

ব্যথিত মনে সুজনের ঘরে
আসিলাম হুট করে,
মোরে দেখিয়া সুজন আমার
হইলো ব্যস্ত আহারে।

কতকাল যেন দেখিনি তোরে
চোখের মনিতে লাল রেখা,
এতকাল পরে পাহিলাম আমি
হবি না তুই আর একা।

ঘুরে দেখিলে পাইবি প্রাণ
আমার গ্রাম কূলে,
শতেক সবুজ আর মাঠ-প্রান্তর
বসবি বটের মূলে।

রুপোর জল খুঁজে পাবি তুই
যেখানে আছে নদী,
আহত মন তোর হয়ে যাক আজ
প্রিয় প্রাণ আমোদী।

আসিলাম আজ আপন কর্মে
পাইলাম নব সুখ,
কিভাবে দিবো প্রতিদান তোর
এঁকে চন্দন মুখ?

অশনি কাটিতে জীবন যখন
নূহ্য যেথাসেথা,
তখনি প্রাণ পাইলাম ফিরে
লিখে রাখলাম এই কথা।
২৯/০৩/১৮ইং
বিকেল ৫.১









No comments:

Post a Comment

নতুনে ভুলি নাই

তুমি ফুরায়ে গিয়েছো কবে আমিতো চলে যাব; বলে, থেকে রয়েছি এতক্ষণ হারিয়ে যাবার গল্পে কে আগে? কে পরে? শুন্য আকাশ তলে আমি একজন, একা। তোমারি আশাতে ছ...