যাচ্ছে ক্ষয়ে যাক না বয়ে
শুকনো সেই নদী,
জোয়ার ভাটায় পূর্ণ ছিল
ছিলো নিরবধি!
শুকনো সেই নদী,
জোয়ার ভাটায় পূর্ণ ছিল
ছিলো নিরবধি!
বৃষ্টির জলে হয়না পুরণ
অবাক সেই নদী
অবাক সেই নদী
বুঝেই তো হওনি আমার
মিলেয়ে লাভ-ক্ষতি
জোয়ার ভাটা হারিয়ে গেলো
হায়রে নিয়তি
বিষাদকাহন হলো সূচন
আহত অবধি
[হারানোর গল্পটা
কেউ যে জানে না
চেনা মানুষ হঠাৎই
হয়ে যায় অচেনা
রিমঝিম সেই বৃষ্টি
আর বহু শব্দের বজ্র
গড়েছে এখন যেন
ধ্রুপদী ধৈর্য।]
২৮ মার্চ,১৮
মিলেয়ে লাভ-ক্ষতি
জোয়ার ভাটা হারিয়ে গেলো
হায়রে নিয়তি
বিষাদকাহন হলো সূচন
আহত অবধি
[হারানোর গল্পটা
কেউ যে জানে না
চেনা মানুষ হঠাৎই
হয়ে যায় অচেনা
রিমঝিম সেই বৃষ্টি
আর বহু শব্দের বজ্র
গড়েছে এখন যেন
ধ্রুপদী ধৈর্য।]
২৮ মার্চ,১৮
No comments:
Post a Comment